www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বলো সে আমায় (প্রথম খন্ড)

বলো সে আমায় (প্রথম খন্ড)
আব্দুল কাদির মিয়া
================
রুপ উপরে সেজে সঙ
হয়ে তুমি ধরা বন,
পুষ্পের এত শুভা কেন কাঁটা কুঞ্জে।

নৈশ পুরীর নিশায়-
ঢেলে সে তারার দিশা,
চলমানে জানালে দিক-
দরিয়া দ্বীপ পুঞ্জে।

আগুনের বাগানে সজীবতা কত সুখ,
সবুজে সে কাকলির গুঞ্জন।

উঠে হেরেমের দীপালয়ে-
নিঃশ্বেসে গেলে ক্ষয়ে,
কালামে ডাকো তাঁরে জায়তুন।

পাথরের বুক দেশে-
প্রাণের তৃষ্ণা ভেসে,
গড়ালে কি বোঝাতে সে-
কোমলের দান।

তবে রক্তের ফোঁটা ধ্বসে-
চিবুকের পাশ ঘেঁষে,
ঝড়ালো যে হৃদয়া বুঝিবো কি?
পাথর আর হৃদয়ের মমতার মান!

পাওয়ার অকূলের যা তবু মনোহারী-
শুধু সুন্দর বলে।
শত বঞ্চনাতে ও পেতে ব্যাকুলতা জেগে,
অর্চনা ধরি,
তা যদিও মৃত্যুর কোলে।

সাজালে তোমার সুন্দরে-
সেই চাঁদের সোহাগ পুরী।

স্বর্ন রুপুর স্তরভেদে-
ঐ সপ্ত আকাশ জুড়ে,
সেতো বিলাবে-
তোমার যত সুন্দর সবই,
ইয়াকুৎ মারুয়ারীদ মর মর রুবী।

আমার খুশিতে জানি-
করিবে সে দান,
তবে ন্যায় চাহিতে এই ন্যায় কি হবে?
ভবে আমায় ডাকে যদি-
নির্মম মৃত্যুর বান?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast