www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যেন মনের দুয়ার খোলা পাই

যেন মনের দুয়ার খোলা পাই
আব্দুল কাদির মিয়া
=================
এই দৌড়ে যে জয়ী হবে
চকোলেট পাবে হাতে রে,
আয় পোলাপান বাজির খেলা-
হৈচৈ এ সব মাতেরে।

আমরা জাতি বঙ্গবাসী-
নই মোরা কারো হাতের তল,
গর্দানে শির মোদের উঁচু-
বিশ্ব জানে মোদের বল।

বলবেই তুমি নীতির কথা-
হয় যদি মোর চলার ভুল,
তবে নিঃস্বার্থ সেই বন্ধু মনা-
ধরবেই টেনে ন্যায়ের কূল।

বলবে সেথা আসল কথা-
শক্তি ধরে মানের হাত,
ধরার মানবই একটি ভুলের-
আদম পিতার ঔরস জাত।

কারোও বাড়ি ঘরে যেতে-
থাকবে মুখের হাসি তাতে,
হৃদয় গড়া স্নেহ পৃতি-
নাচবে মনের দুয়ারে।

সেথা পায় কি শুভা শিশুর খেলা?
দেখতে যে সঙ আলাভোলা,
যেন অবুঝ তরে সোনার হরিণ-
চকোলেটে লোভ আহারে।

একটু ভাবি আয়না সবে-
আয়না হে ভাই মিলাই হাত,
জাতির গৌরব সূর্য বনে-
মানের অরুণ করি পাত।

হে ভাই সুহৃদ ভালো থেকো-
দোয়া করি দোয়াও চাই,
এক অপরের বাড়ি যেতে-
যেন মনের দুয়ার খোলা পাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৬/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast