www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অকাল তুফান

অকাল তুফান
আব্দুল কাদির মিয়া
===================
হৈ হৈ হৈ হুররে
ধর ধর ধর মাররে,
কই গেলে বাঁচি জান চলেনা,
যেদিকে তাকাই শুধু হায় হায়-
ডেকে শত ভাই কোনো লাভ নাই,
শান্তিটা খুঁজে পথ মিলেনা।

শত মুক্তি,
রাবেয়া মরে হানায় হানায়,
মার বুকে শোক নদী শূল মোহনায়,
ডুবে গেলো জীবনের সবই সুখ,
জল মাটি শূলে যেন পৃথিবীটা বলে-
সইতে পারিনা আর,
যাই মিশে চলে-
অন্তর পোড়ে চিতা শত মুখ-
আসা পথে আসে বুঝি-
নেই তবু চেয়ে খুঁজে,
দেখ শত চোখ লালে ক্লান্ত।

রক্তের গড়া পথে পথে ভরা,
গোচর অগোচরে নেই-
সবই বেলা পুরা,
যেন সিমারের কারবালা প্রান্ত।

সূর্যটা আজও পূবে জাগে,
আছে বাতাসের শীতলতা-
নিয়মের সুতো বাঁধা,
নেই আগুন আকাশের মেঘে।

ধৈর্যের সীমানাটা জুলুমের মজলুম,
দীর্ঘ সেই নিশ্বাসে ছেড়ে তাপ-
সেতো ফাঁটা নড়বড়ে যেন চৌচিরে-
হুশ বেহুশের বন্দী ফাঁপড়ে,
আনে ডেকে ধ্বংসের অভিশাপ-
অভিশাপ শাপ শাপ শাপ অভিশাপ।

হৈ হৈ হৈ হুররে-
ধর ধর ধর মাররে,
কই গেলে বাঁচি জান চলেনা,
যেদিকে তাকাই শুধু হায় হায়-
ডেকে শত ভাই কোনো লাভ নাই,
শান্তিটা খুঁজে পথ মিলেনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৫/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast