www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্যার থেকে ভাই উত্তম

স্যার থেকে ভাই উত্তম
আব্দুল কাদির মিয়া
=================
স্যার ডাকা কি বড়ই জরুর?
নয়তো মানের হানি?
মনুষ্যত্বার বিবেক বলে-
জীবন শুধু স্বার্থ কূলে?

সেতো আসলো ধরায়,
কিসে দেমাক-
আয়না আসল জানি।
সাহেব জনাব আপনি তুমি-
সভ্য কথায় মানের ধ্বনি,
সবার তরেই সমান সমান-
একে অপরের তাই।

না রয় সেথা হৃদয় টানে-
বোন মমতা আপন মনে,
সেথা চেনা অচেনা-
সালাম পরে-
যদি না ডাকে ভাই।

সৃষ্টির বিধাতা আল্লাহ্ জানি-
তাঁর চেয়ে আর নেই সে মানি,
সাত আসমান আর সাত জমিনে-
উপর কিবা তলে।

বাঁচা মৃত্যু যার ইশারায়-
ক্ষুধার অন্ন এই মাটির ধরায়,
বীজেতে গাছ তাঁর শিষে ধান-
যে শস্য ফলন ফলে।

মাওলারই সেই আরশ্ আজীম-
খুঁটি নড়ে চড়ে।
সেই কুলি মজদুর ঘাম হৃদয়ে-
যদি আল্লারে তুই করে,
ডাক দিয়ে কয় নাইরে মাবুদ-
তোকে ছাড়া,
তুই যে আমারই সব-
তবে আরশ্ খুঁটি ও-
তাঁর সে ডাকে-
রব জিকর করে তপ।

সেই আমরা মানুষ এক আদমের-
রক্তে সবাই তাই,
সেথা জাতের সনদ-
কভু মিথ্যা নহে,
একে অপরের ভাই।

(প্রথম আলো: ২৬/০৩/২০২৩- স্যার না ডাকা নিয়ে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast