www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয়াংশ

হৃদয়াংশ
আব্দুল কাদির মিয়া
================
পাখিরে তোর পাখার কত জোর
দিলি পাড়ি নদ-নদী-
বালুকার মরু ছেড়ে,
ঐ লাল লোহিত সাগর।

আমি শুধু ভাবি তোরে-
ছিলি বুক পিঞ্জরে,
দেখিনি তুই কোন পথে-
খুলে গেলি দোর।
পাখিরে তোর পাখার কত জোর।

প্রভাতের যৌবন জীবনের সরোবরে-
আমার মৃণালে কমল ফুটে এসে,
আশার পৃথিবীটারে-
ঢেলে সে সোনালী আলো,
আঁধারে তুই গেলি আবার মিশে।

আজও গোধূলির সাজ রঙে-
মেহেদীতে সুন্দর,
পাই তোর প্রণয়ের সুর।

পাখিরে তোর পাখার কত জোর।
দিলি পাড়ি নদ-নদী-
বালুকার মরু ছেড়ে,
ঐ লাল লোহিত সাগর।

জীবনের ইতিপরে-
নতুন পৃথিবী জুড়ে,
উঠে এলে মানুষের ঢল,
আগুনের হুঙ্কারে-
হিসাবের দিশাহারা,
আপন ও অচেনা সবই পর।

কসম আমি সেই দিনে-
শুধুই খুঁজিবো তোরে,
এই মন পোড়া অন্তর।
পাখিরে তোর পাখার কত জোর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast