www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধৌত ভুলের জীবন

ধৌত ভুলের জীবন
আব্দুল কাদির মিয়া
===============

ধরে ভয় মনে হয়
হয়ে গেছি ভালো,
আসলে নকল সেতো-
সৎ হলে ভালো হতো,
মুছে যেতো যদি সব-
বারে বারে করে তপ,
জরদ হলুদে হৃদ-
জং ধরা কালো।

মনটারে কিযে করি জানিনা-
নিজেই নিজেকে কেন চিনিনা?

মরি মরি যদি পড়ি-
একনাম জোরে সুরে,
জিভ ঠেসে আসে ভরে-
বেঁচে গেলে নেই তাঁর ঠিকানা।

ওরে আয়না আজ দেহ তারা-
ইস্কুলে কিছু পড়া,
ধরি শতমুখী বিবেকের মাস্টার।
চোখ বুজে নির্জনে-
ভুলগুলো মনো ধ্যানে,
মুছে দিতে কষে ধরি-
আর নাহি ছাড়ি নূরি,
ইচ্ছের তিতে পোড়া ডাস্টার।

জীবনের এই কাল-
আরতো আসেনা কাল,
ক্ষয়ে দিন ঘন্টার বাজে ঢং।

হায়াতের পল্লবের-
পিদিমে সে প্রভা মজে,
ঝরে পড়া হলুদে সে সাজ সঙ।

সেতো বিদ্যার যত জ্বলা-
ভরে নাতো শেষ তলা,
সেথা একবার জ্বলে যদি-
কলবের আলো।

তবে সত্যি সে জাগে ভয়-
নেই যারই চির ক্ষয়,
ছুটে তাঁর পিছু পিছু-
দেখে নিজ নেই কিছু,
পিছু ফেলা জীবনের-
সবই শুধু কালো।

সেতো শোক কান্না-
বুক ভাসা জলে,
করে ধৌত ভুলের জীবন-
তোলে ঝলমলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast