www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এতো ফুরালি কখন

এতো ফুরালি কখন
আব্দুল কাদির মিয়া
===============

এতো ফুরালি কখন
আসলো যখন-
কাছে এক তাজা রজনীগন্ধা।
একবারও তোরে দেখলিনা ফিরে,
চলে গেলো বেলা-
কবে ধীরে ধীরে-
আজ দেখে জীবনের সন্ধ্যা।

এতো ফুরালি কখন-
আসলো যখন-
কাছে এক তাজা রজনীগন্ধা।

যেন শকুনের বনে মরে গেলি মনে-
চোখ দুটি শুধু আজ নির্বাগ,
পুরনো সে কথা মনে পড়ে যায়-
কান্নার ধ্বনি চুপ আবেগে পোহায়,
সেই উড়ে চিল শিকারেতে ছেড়ে শিস-
ইস-
এতো ফুরালি কখন আসলো যখন,
কাছে এক তাজা রজনীগন্ধা।

আয়নারে আয় আয়না ফিরে-
আমার হারালি যারা ঐ সুদূরে,
সহিতে পারিনা আর কষ্ট।

আমার একটি জীবন দুইটি পাড়ে-
হারালো যেজন আমাকে ছেড়ে,
এইতো সে দেখি আমি স্পষ্ট।

সেই ডাকলি যাদের ফিরবেনা আর-
চলে গেছে ওরা যে যাবে যাবার,
জনমেতে আসে ওরা একবারই শেষ।
ইস-
এতো ফুরালি কখন আসলো যখন-
কাছে এক তাজা রজনীগন্ধা।

একবারও তোরে দেখলিনা ফিরে-
চলে গেলো বেলা,
কবে ধীরে ধীরে-
আজ দেখে জীবনের সন্ধ্যা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast