www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইচ্ছের গিরি চূড়া

ইচ্ছের গিরি চূড়া
আব্দুল কাদির মিয়া
===============
আমি লিখতে জানিনা
পড়তেও জানিনা,
ছিলো এভারেস্ট বিজয়ের এক মন।

যার কিছু উঠে বেয়ে-
পড়ে বুক চিরে যায়,
রক্তের দলা দলি-
দুই হাতে কেচে ফেলি,
মৃত্যুটা ভয় পেয়ে-
অল্প সে দূরে গিয়ে,
ভাবান্ত বড় চোখে-
করে হায় হায়,
হায় হায়, হায় হায়।

আমি লিখতে জানিনা
পড়তেও জানিনা,
ছিলো এভারেস্ট বিজয়ের এক মন।

উল্কার পিছু ছুটে চলি-
আমি তারকার সাথে কথা বলি,
কেউতো বলেনা ওরা আমার সাথে-
দিবসের কেন ভয় রাতেই কাতে,
কারো চির নিয়মে দিন নিমজায়।
হায় হায়, হায় হায়, হায় হায়।

আমি লিখতে জানিনা-
পড়তেও জানিনা,
ছিলো এভারেস্ট বিজয়ের এক মন।

বহু খন্ড খন্ড নন্দে মহা তুষ্ট-
শত ইচ্ছের গিরি চূড়া,
শক্তি বলয়ে ধরা-
ঘর্ষণে যদি হয় ব্লাস্ট।

আমি উড়ে গেছি ঐ দূরে-
বাঁধার সীমানা ছেড়ে,
স্বপ্নের সেতু ভাঙা-
বিজলীর চোখ রাঙা-
দেখি সত্যের পেয়ে গেছি প্রান্ত।
হায় হায়, হায় হায়।

আমি লিখতে জানিনা,
পড়তেও জানিনা,
ছিলো এভারেস্ট বিজয়ের এক মন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast