www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আপনে শুধু এক কৃত্য

আপনে শুধু এক কৃত্য
আব্দুল কাদির মিয়া
================
লৌহ সীসকে তরী
শক্তি দানবী ধরে-
চলেনা অচল পারে সাধ্য।

আমি পার হতে চাই
পার হতে চাই-
উলঙ্গ বস্ত্রহীন ঐ ভব-
মহা সমুদ্র।

লাল কালো জলগুলো অনলে ভরা-
ঢেউ খেলে ঝড় ত্রাস বিষের মেলা,
অতল গহীনে ফাঁটা গর্জন-
শোষনের যম কালো আতঙ্ক।

আমি পার হতে চাই-
পার হতে চাই,
উলঙ্গ বস্ত্রহীন-
ঐ ভব মহা সমুদ্র।

অশনি সে হাহাকারে বজ্র,
নাফসিতে হুশ হারা-
বেহুশের দম কাড়া-
রণ ধ্বনি ঠাঠা কুঁদা ক্রুদ্ধ,
আমি পার হতে চাই-
পার হতে চাই,
তঙ্কের ক্ষুর ধারে-
দংশনে আশী মারে,
নষ্ট নাশা ঐ ভব মহা সমুদ্র।

কান্নার শীর্ষ এক পৃথিবী-
পাহাড়ের মেরু ভাঙা শিকলে বাঁধা,
পর্বতী হাতুড়ের ডাংপিটা-
মৃত্যুর সেই শতবার।

আমি পার হতে চাই-
পার হতে চাই,
সেই শিঙার,
ফুৎকারে চূর্ণবিচূর্ণ,
মহাবিশ্বের চিহ্নগুলো।

উড়ন্ত ধুনুরির কম্পিত ধুনো হতে-
নতুন জীবনে আবার,
সেই শেষ প্রান্তের-
একটু আগে।

এইতো সেই একদিন-
আসবে যখন,
শুধু আমি একা,
একা একা একা,
শুধু আমি একা,
আপনে শুধু এক কৃত্য
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast