www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেশরম

বেশরম
আব্দুল কাদির মিয়া
================
ফুল পরী কি জাহিলিয়াতের
যোগের ছকে পড়ে,
বাবার ভেনে আইলো চড়ে-
দেশ বিচারের ঘরে?

অনেক দুঃখের শোকে পাথর-
লাজ শরমে কেউবা কাতর,
ফুলপরী আজ বইছে নদী-
সরল দুচোখ ঝরে।

ঝড় উঠলো দেশের বুক চিরে আজ-
হৃদয় জুড়ে ব্যাথারই সাজ,
ঢেউ খেলে সেই বদ প্রতিকার-
উতাল গগন জুড়ে।

কাঁপলো মাটি নিন্দারনে-
সব মানুষের বিরাগ মনে,
বিদ্যা পাঠে কোন ডাকিনী-
নগ্ন করে তাঁরে।

ঐ সে কবির শক্তি বচন-
ফুলপরীর আজ ধরলো কষন,
বলো বীর বলো উন্নত মম শির।

সেই সত্য বেগের পাহাড় ছোড়ে-
সব বিনাশীর মুন্ডু চূরে,
ফুলপরী আজ নয় সে একা-
দেশবাসী তাঁর ঘের।
======================

প্রথম আলো-১২/০২/২০২৩
ফুলপরীকে নগ্ন করে নির্জাতন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast