www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তীর নাহি পাই খুঁজে

তীর নাহি পাই খুঁজে
আব্দুল কাদির মিয়া
===============
তীর নাহি পাই খুঁজে
তবুও মন কাকে খুঁজে,
স্থীর নাহি রহে অন্তর।

খুঁজি যারে ভব ঘুরে-
হৃদ ঘরে পাই তাঁরে,
নিজ খোঁজের নেই প্রান্ত।

এই রবি এই ধরা-
গগনে গগনে ভরা,
নিখিল লয়েছে খুঁজে-
এক লীলা মেল।

যেথা শত রুপে শত ছবি-
গুণ ধরা গনে কবি,
বলে তাঁর লিখুনিতে-
আগুন আর মধু স্রোতে,
অন্তহীণ জীবনের-
সেতো এক মহা খেল।

এতো খেলা এক ভেলা-
লইয়ে ভাসে নেই তলা,
নেই কূল কিনারার শেষ।

আজই অথৈ পৃথিবী জুড়ে-
এক টিপনি চোখ মেরে,
যেন নিশ্বাসের একটান-
মেলা জমালো সে বেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast