www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এসো দেখি প্রভু কোথায়

এসো দেখি প্রভু কোথায়
আব্দুল কাদির মিয়া
==================
এসো হে মন
দেখি প্রভু কোথায়।
কাছে কিনা দূর,
জগতের কোন কূলে।
আছে বেঁধে ঘর।

ভুবন বিদেহি প্রভু-
রবে নাকি ঘরে?
পৃথিবীর বড় সেতো-
যেথা ঠাঁই নাহি ধরে।

বুঝ নাহি পাই-
তাঁরই বিধানের খেলা,
সৃষ্টি অকূল লইয়ে-
ভাসে তাঁর ভেলা।

ভেলা তলে নেই কিছু-
নেই ফোঁটা জল,
শূন্য অকূলে ভেসে-
ফলে তাঁর বল।

এবার ডেকে প্রভু বলে-
ওহে খোঁজো মোর ভিত?
ওয়া নাহ্'নু আকরাবো-
ইলাই হে মিন,
হাবলিল ওয়ারীদ।

তোমার গর্দানে জীবন রগ-
আছে যেথা এঁটে,
আমি নই তোমার ততদূরে-
আছি আরোও নিকটে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast