www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রবি শস্য

রবি শস্য
আব্দুল কাদির মিয়া
===============
শৈত্য প্রবাহ ভোরের বাতাস
প্রভাত কুহার জলে,
মুক্তা যেন করছে খেলা-
ঊষার উঁকিতে শস্য মলা,
ঋতুর চির রবির সখা-
দেখবি কে আয় মেলে।

ওরা নেই কেহ আজ বীজাকারে-
গাঁও গেরামের চষণ ধরে,
হাওর-বাওর ধার ঘেষা নদ-
নদীর হালট জুড়ে।

ওরা ডাকছে কারা পরাণ ধরে-
আজি মন নাহি চায়-
থাকতে ঘরে।

ওরে আয় দেখে যা-
গাঁয়ের ছেলে,
এই রবি শস্যের মেলে।

শিমের ফুলে লাউয়ের ঝাড়ে-
ফুলকপি পুঁই মুলার পরে,
সরষে জবের বদন মাখা-
হিমের নূর রতন।

বঙ্গ মাটির হৃদয়ে সাড়া-
এই ঋতু সেই জনম ভরা,
নদ-নদী কূল পল্লি মাঠে-
পরাণ ধরে টানে।

ঘুঘু ডাঙার তালের পিঠা-
স্বাদের চেয়েও দেখায় মিঠা,
কাশ ফুলের সেই স্বপন পুরি,
যেন স্বর্গ থেকে নেমে।

রাজ্য পরীর নৃত্য ঝুমুর-
মাদল বাঁশির ধুম নেশা সুর,
ভাটির নদীর ধার ঘেষে আজ-
বইছে থেমে থেমে।

উড়ছে ওরা বাতাস ধরে-
নুইছে আবার পেখম ছেড়ে,
দোল বেদোলে সাজের বাহার-
মধুর মাতন তোলে।

ওরে আয় দেখে যা-
গাঁয়ের ছেলে,
পাখির ডানায় আকাশ উড়ে,
তোর মাটি জল ডাকছে প্রিতির-
আজি রবি শস্যের মেলে।

সাত সাগর আজ নয় সে বাঁধা,
মন পিঞ্জরে করছে ধাধা-
আমার হৃদয় ছুঁইছে মাটি,
আমার জন্মভূমি।

তুমি সেই চিরকাল থেকো ভালো-
হৃদয়ে হৃদয়ে জ্বেলে সে আলো,
অরুণ সখা রবি শস্যের-
জনম বন্ধু ও তুমি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast