www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শরতের নিশি

শরতের নিশি
আব্দুল কাদির মিয়া
===============
শরতের নিশি কত সুন্দর
উড়ে উড়ে ঝড়ো হাওয়া-
গুরু গুরু ডাকে দেয়া,
ধুম কালো মেঘে ডুবে অন্তর,
দমে ভাসা ক্ষীণ শুনি-
লগনের শঙ্খ ধ্বনি,
শরতের নিশি কত সুন্দর।

চেয়ে আছি চোখ মেলে-
হৃদয়ের দ্বার খুলে,
এক ভেজা নীল ফুটা পদ্ম।

নীরবের ঝড়া জলে-
ছবি হয়ে কথা বলে,
যেন সেই আলাপনে-
নিজেই আমি তাঁরই সনে সদ্য।

প্রভাতের পথ ভুলে-
ওগো নিশি মোর কূলে,
থেকো ঘুম প্রান্তের গভীরে।

আজই ফোরালে তোমারই বেলা-
নাহি রবে প্রেম খেলা,
হৃদয় খেলে সে সখা এই বাদরে,
আমি নিজেই পোহাবো-
তোমায় অধীরে।

বাতায়নে চেয়ে চেয়ে-
নিরাশের সবই ধেয়ে,
চাহে মন দেখি শুধু তোমাকে।

চুপি চুপি ডেকে মনে-
কে যেন আজ এই ক্ষনে,
স্বপনের বলে কথা আমাকে।

শ্রাবনের ভরা জলে-
যেন শরতের গাং কূলে,
সেই মিলনের অমিলে-
কাঁদে অন্তর।

গগনের নেই আলো-
বাদলে ছুঁয়েছে কালো,
তবু কমল মিলিয়া হাসো-
নেই বিরুপের ছায়া,
শরতের নিশি কত সুন্দর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৯/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast