www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেশের কর্ম ঘরে

দেশের কর্ম ঘরে
আব্দুল কাদির মিয়া
===========
দেশের কর্ম ঘরে
বড় সাহেব বরে,
বসে থাকা নয় সে অলস-
লইয়ে সহচর।

যেন নেই কোনো তাঁর সার,
ভীত যেন নড়বড়,
আদান-প্রদান ঝিমিয়ে পড়ে-
কেউ বলেনা ধর।

চায়ের কাপে ধুম্ব-
নেই কমে বেদম,
গল্প গুজব নিজেই নিজের-
কেউ দায়ে পড়ে এলে।

ঠেকা ধরা অলস পারে,
তবে একটু ঘুরে নড়ে-চড়ে,
সেবায় যেন ঘূনে ধরা-
রসাল কথা বলে।

কে ওরা আজ দেখতে হবে-
জানতে হবে মূল,
নামেই নাকি আসল ওরা-
কর্মে রোগা ভুল।

আমারই দেশের সূর্য সোনার-
হাসি জাগা ছেলে,
ওরা উদয় দিকের প্রান্ত খুঁজে-
যদি পায় দেশের কূলে।

ওরাই মাটি করবে সোনা-
ওরাই জাগরণ,
অলস গাফিল নয় সে ওরা-
শক্তি আহরণ।

করবে ওরা দেশ ও জাতির-
আকাশ পাতাল ঘুরে,
লড়বে ভাগ্য চাপা পাহাড়-
খন্তা শাবল মেরে।

দৃষ্টি প্রখর জ্যোতির উদয়-
বিজ্ঞানের এই কালে,
সেই সকল বাঁধার বৃত্ত পারে-
নীতির ধারায় তুলে।

ওদের দাও জাগিয়ে ধরতে ওরা-
কর্ম চষা হালে,
তবে দেখবে কেমন বঙ্গতরী-
সোনায় ভরে তোলে।

আমার দেশের-
সোনার ছেলে,
আয়রে তোরা আয়,
তোদের জ্ঞানের কলম-
বলবে কথা,
বিশ্ব এই ধরায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast