www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাগো হে জাগো প্রাণ

জাগো হে জাগো প্রাণ
আব্দুল কাদির মিয়া
==============
জাগো হে জাগো প্রাণ
দেখো এসেছে নবীন ধান,
হাওড় বাওড় কৃষাণ কূলে-
খেলছে শ্রম মান।

ঐ দেখো সাজ মেল কৃষাণী-
কুলো ঝাড়ু লইছে টানি,
করছে কারে বকবকানি-
আয়না ত্বরা করে।

আজ পান্তা বাসির লাজে খোঁটা-
নুন পেঁয়াজে বেধম ছুটা,
পালায় যেন ধুনি চিটা-
ঝাঁকায় পড়ে উড়ে।

আজকে দুড়ুম চলছে মাড়াই-
কেউবা ঢেঁকির বাণা কাঁড়ায়,
কেউবা আমন সাইল শুকানে-
উঠুন লেপন তালে।

কেউবা পায়ের তলায় নেড়ে-
উঠতে গোলায় একটু ঝেড়ে,
সেতো ডালায় ভরে-
কাঁখের দোলায়,
গোলায় ভরে তোলে।

জাগো হে জাগো প্রাণ,
ঐ সে নবীন ধান-
দেখো পাকন ধরে নুয়েছে ওরা,
আশার মানিক স্বপন ধরা,
বাঁধভাঙা সেই সর্বনাশা-
জলের তোড়ে ডুবে।

যায় যদি আজ দেশের সোনা-
কৃষক কূলের দশায় হানা,
কাঁদবে ওরা হায় হতাশে-
সম্বল হারা ক্ষোভে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast