www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদ বিচ্ছেদ

হৃদ বিচ্ছেদ
আব্দুল কাদির মিয়া
=============
আরও কাঁদতে চাহে
মন বড় আজ।
চোখ বলে দূরে সরে যেওনা,
চেয়ে থাকা ফেলে টেনে নিওনা,
দেখি তাঁরে আরও কিছু-
কিসে লাজ,
আরোও কাঁদতে চাহে মন বড় আজ।

ভুলে গিয়েছিনু যারে সেই দিন,
ভেঙেচুরে হৃদয়ের সাজঘর,
আমার ভুবন ঢেকে মিথ্যের ধীমানে যে,
খুঁজে নিলো জীবনের অনুচর।

পাড় ভাঙা নীড়ে আমি-
কিসে ভয় দেখে তাঁরই কালো সাজ।
আরও কাঁদতে চাহে মন বড় আজ।

এতো ফুরালো সে-
কেন আজই জানিনা,
চিনি আমি যারই সারা পৃথিবী।

সেতো খোঁজে কারে-
হৃদয়ের শত ডাক,
দেখি নিশি জাগা-
কান্না অনুস্মৃতি।

মুছে যাওয়া সেই পথে-
চেয়ে আছে কার দেখি,
ভুলে যাওয়া পুরোনো সেই-
ধরে সাজ।
আরও কাঁদতে চাহে মন বড় আজ।

চোখ বলে দূরে সরে যেওনা,
চেয়ে থাকা ফেলে-
টেনে নিওনা,
দেখি তাঁরে আরও কিছু-
কিসে লাজ,
আরও কাঁদতে চাহে মন বড় আজ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast