www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সখা তরে পুষ্প রোদন

সখা তরে পুষ্প রোদন
আব্দুল কাদির মিয়া
==============
আঁখি পাতে হেন জল
কিহে ফুল রাণী,
জগৎ নিশিতে তেন-
কিসে ব্যথা শুনি।

সহিতে নারিবে অলি-
প্রভাতের শুধা,
ঐ পরাগ ভাজেতে তুলে-
মিটে যার ক্ষুধা।

সেতো রিক্ত নীহারে ভেজা-
পালকের কোলে,
শুধু সিক্ত হিমানী পোহা-
কাঁপনের শূলে,
নিথরে সে নেমে এলে শোক।

তোমার কর্ন লোচনে শোঁকে-
ধমনীর মম স্রোতে,
গুন গুনে জাগাবে কে-
রাজ মহিষীর সুখ?

কেগো কানন বিধনে অসি-
এই নিশিপারে,
আজই বহালো কাঁপিয়ে তনু-
প্রিয় যেন হতে কোনো-
বিরহের তেন শোধ,
তুমি সখী পরে?

তুমি বলো ওহে বলো-
তেন কাঁদুনের জল,
খুঁজে জীবন করিনু বৃথা-
হৃদয় অনল।

নিভেনিতো সেথা শুধু-
স্বার্থের ছোঁয়া,
এই ভুবন সুখিত সবই-
পেতে মেলা-
খোয়ায় ক্ষতি,
হিসেবের তেন আদি-
রোদনে সে পোহা।

কানন বহরে তুমি-
পুষ্পের রাণী,
তেন শঙ্কা নাহিতো রবে-
সত্যের স্বামী,
বলো কৃপায় কিসে দুঃখ-
করি অনুনয়।

ওহে কাঁদিনু আমিতো সেই-
ফুটিবার ই আগে,
যবে কলির জীবনে কু-
তেন লোভ ত্যাগে,
হেন রুপ দেমাগে সে-
ছোঁয়া যদি টানে।

এই নিখিল বাগিচা ভরে-
উঠি যদি সমাদরে,
তবে হবে কি ঠাঁই-
চিরসুখ স্বর্গ কাননে?

আঁখিপাতে হেন জল-
কিসে মোর সখা,
ঝরা শুকনো জনমে আমি-
পাইনু সে দেখা,
এই তুমি যেন মোর-
চিনিলে কাঁদন।

জনমের সাধ জোরে-
আমি পাইনু খুঁজিয়া যারে,
এই তুমি সেই এক-
স্বর্গীয় মন।

ওগো ছুঁয়ে মোরে দাও বর-
শেষ বিদায়ের ক্ষণে,
যেন সেই দিন চিরদিন-
হিসেবের চির ঋণ পেয়ে শোধ-
রবো মোরা স্বর্গ কাননে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৪/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast