www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তিন কালের শেষদিন

তিন কালের শেষদিন
আব্দুল কাদির মিয়া
==============
করতে হবে রুজি দিতেই হবে সুখ।
নইলে বুকে বইবে নদী-
বৃষ্টি ঝরা চোখ।

তেমনি কাটলো কতকাল-
নেই সময়ের শেষ।
কর্ম স্রোতে দিন কিবা রাত-
ভিজলো মাথার কেশ।

তবে ঘর ছিলো টুব টুব-
ঘরনির নেই কোনই দাবী,
ভাবের মেলাই সুখ।

বেলা হেলান কাতে এসে-
নিজে আর পারিনা আগের মতো,
বলগুলো আজ বড়ই নত-
মনের তাড়া সায় যোগালে-
তবুও পারি বসে।

কিছু হেঁটে করি আবার-
কিছু যায় ছুটে,
অকাল ঘুমের ভর ছিলোনা-
যদিও মেলা খেটে।

তবে সন্ধ্যে ঘনা অলস বেলায়-
ফুরালে আগের দিন।
তাই, শ্মশ্রু কালো সাদার সাঁজে-
ডাকলো আগের ঋণ।

সেই করতে হবে রুজি,
দিতেই হবে সুখ,
তোর, নইলে বুকে বইবে নদী-
বৃষ্টি বাবা চোখ।

ভরা কণ্ঠ নীরব আজই-
এইতো বেলা শেষে,
স্মরন স্মৃতির মেলগুলো সব-
তবুও ভালোবেসে ওরা কেনো যে-
আমায় করছে তাড়া,
আমি আজ কিনা সব নিঃস্ব হারা-
তাইতো পৃতির ভুবন আমায়-
দিচ্ছে অসার ঘিন।

এই স্তব্দ বিকল নিরাশ টারে-
ঝাড়ছে ওরাই বেদন ছেড়ে,
কিহে তবে কি আজ দায় হলো তোর,
তিনকালের শেষদিন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast