www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কলের জোলা

কলের জোলা
আব্দুল কাদির মিয়া
=============
দেশ মাগো তুই জাতির মাতা
আমরা সবাই তোর সন্তান,
মোদের চাওয়া পাওয়ার দাবী-
সবই তোরে কই।

বলনা মা তুই সবার তরে-
জন প্রতিজন একটা করে,
সবাই যেন পড়ে-
আমি- কলের জোলার বই।

কলের জোলা বাউল মনা-
শাড়ী,দড়ি সত্য বুনা,
সব তুলে সে নৌকা ভরে,
ধরে মাঝির হাল।

তোর শাড়ীতে পাল উড়াইয়া-
দেশ জনতার গান গাহিয়া,
পরাণ কাড়ে এক সুরে সব-
তোর তালে করতাল।

শালি,বিন্নি,খই চিড়াতে-
পল্লী বধূর রং চুড়িতে,
আখ মাড়ানি রসে মাখা-
ভাপা,চিতই,দই।

এইখানে সব পাবি খুঁজে-
লাঙল চষা মইয়ে মজে,
বলনা মা তুই পড়তে সবাই-
আমি- কলের জোলার বই।

মাগো আমি কলের জোলা-
জাত ভেদাভেদ বর্ণ ভুলা,
তোর জমিনে এমন বীচি-
বুনলো জোলার কলে।

আজ ভিখারি শূন্য হাতে,
হাত ধরিলো যেজন তাতে।
পুনর্জনম ভরবে মধু-
রসের ফলন ফলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast