www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গভীর রাতের মেঘ

গভীর রাতের মেঘ
আব্দুল কাদির মিয়া
=============
গভীর রাতের মেঘ
হেমন্তের কালো আকাশ,
বিজলীর ছটা ধরা জানালার-
প্রান্তেই যেন তাঁর আঘাতের ছোঁয়া।

ঘুম নেই চোখে-
গুরগুরে ডাকছে দেয়া-
টিনের চালাতে পড়ছে ঝরঝরে-
এক মিষ্টি মধুর সুর তান।

উঠে বসি তবে-
খাটের এক কিনারায়,
মন যেন কিছু কি বলতে চায়,
অনেক সুন্দর করে বলবে-
কি সে ভাবনায় নাহি খুঁজে পাই।

তবুও কি যেন সে মনে করছে-
এইতো এসেই গেছে মগজের স্মৃতিপটে,
ওরাই করছে তাড়া-
আর একটুও নেই নড়চড়।

কলমের খোঁজে টেবিলেই যেন-
কেটে যাচ্ছে সময়,
অনেক টুকরো কাগজের মাঝে।

মন সইছেনা আর-
তবে বিরবির করে নিজেকেই যেন,
এক বেখেয়ালি কর্মহীন অলস,
ধিক্কারে সময়ের মূল্যহীন এক,
অভাগার বকুনিতে-
আধভাঙ্গা হাতলের চশমাটা,
চোখে তুলি,
আর পেয়ে যাই কলম খানি।

ঝোড়ো বাতাসের ঝাপটাতে তখনো,
একটুও দমেনি ঐ মেঘের ধেয়ে আসা-
সেই উলঙ নিশুতির খেল।

কর্ণকুহরে মোর হৃদয়ে সুন্দরের জব নিকা-
তাঁর উচ্ছ্বাসের তরঙ্গ খেয়ালেই যেন-
সবই শুনতে পায়।

সেথা তিল ধরা নেই বিরতির কোনো চিহ্ন।
পাশেই যাই পেয়ে লিখনের-
এক টুকরো কাগজ।

ঘড়ির কাঁটাতে উঠে ঘন্টার ধ্বনি-
এক দুই তিন- ঢং ঢং ঢং
তাতেই বা কি।
জীবনের এই মুহূর্ত কালের-
এক চির রঞ্জিত লিখনের ইতিহাস,
কখনো যাবে কি মুছে?

পাতার বদলে পাতা-
তবু সেতো রবে গাঁথা,
অন্তর অন্তরে নাহি পাবে ক্ষয়।

এক দুই যাবে চলে-
তিন কালে দলবলে,
নবীনের হাতে নব হবে পরিচয়।

ঐ যতনে রতন ধরা-
পুরনো সেই রাত ঝরা,
সময়ের তিল তিলে-
চির শায়িত জীবন।

সেতো নতুন উঠিলে ফিরে-
শত সাজ নব দোরে,
হাজার ফুলেল ওরাই-
করিবে বরণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast