www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সোনাদি রে

সোনাদি রে
আব্দুল কাদির মিয়া
=============
সোনাদি রে
আমি আবার এসেছি ঐ তীরে।

জলগুলো টলমলে-
ছল ছল ঢেউ খেলে,
ভাসা দাম আছে দলে ভিরে-
সোনাদি রে-
আমি আবার এসেছি ঐ তীরে।

আজ আমি শুধু একা-
জীবনের সবই ফাঁকা,
নেই আমার হাতে কেউ ধরে।

এতো ভয় বারে বারে-
না বলে কেউ যাবি পরে,
মা যেন তাঁর শিশু খেলা করে-
ঐ দূর নীলে মিশে-
উড়ে পাখি ডানা মেলে,
সে কি তুই?
গেলি আমায় ছেড়ে।

সোনাদি রে-
আমি আবার এসেছি ঐ তীরে।

বুকে ঝড় হাহাকারে-
চোখ দুটি কেঁদে মরে,
স্মৃতিগুলো হৃদয়ের দ্বোরে।

জীবনের কত কথা-
ছুটে চলা হাসি ব্যাথা,
পাষাণের মতো ফিরে ফিরে।

আঘাতের দীপ যেন-
পুড়ে পুড়ে অঙ্গার,
তবু শিখা নিজেকেই পুড়ে।

সোনাদি রে-
আমি আবার এসেছি ঐ তীরে।

সেইদিন বলেছিলে-
তীর থেকে ঐ কূলে,
নদী যেন ডেকে ডেকে বলে।
আয় চলে সাথী ছেড়ে-
কুমুদের সাজ ধরে,
স্বপনের ঘর দিবো তুলে।

সেই বুঝি গেলি চলে-
আমাকে যে একা ফেলে,
কুড়ানো ঝিনুক আজও-
দেখ চেয়ে আছে সেই পরে।

সোনাদি রে-
আমি আবার এসেছি ঐ তীরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast