www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি নদী তুমি জল

আমি নদী তুমি জল
আব্দুল কাদির মিয়া
==============
এসোনা দেখি ঐ বৃষ্টির ঝরা
ঝরছে ঝুমুর তালে,
একটু থেমে টাপুর টুপুর-
একটু ছে ধুম উড়ার পালে,
এবার রাগে আছরে পরে-
আম আতা বেল তালে।

এইযে আমি বসেই আছি-
এই বিকেলের একটু কাছে,
সন্ধ্যে আধার নামলো বুঝি-
তেমনি কালো ছেয়ে।

আবারো এলো ঝপঝপিয়ে-
আজ ভাদরের প্রথম পেয়ে,
অনেক গুড়ুম আকাশ ডাকে-
একটু পরে পরে।

আমি শুধুই একা একা-
ঘর জানালায় সবই দেখা,
আবেগ কণ্ঠে মোর কল্লোলিনী-
বারান্দার ঐ একটি কোণে,
সেই পাতানো মাদুরে সেতো-
বৃষ্টিরই গান ধরে।

আয়রে উড়ে জল-
আজ মন করে ছল ছল,
ওই আকাশে তোদের বাড়ি-
নীলাভ বেয়ে কোন সুদূরে,
অকূল নদীর ফোঁটায় ফোঁটায়-
এই ধরনীর তল।

যেদিন আমি যাবো চলে-
এই পৃথিবীর সবই ফেলে,
আসবি তোরা এমনি করে-
হয়তো মুষলধারে।

সেই চিরকাল ভাদর জুড়ে-
আসবি তোরা বারংবারে,
আমার ঘরের চালা-
বাজবে আগেরই,
আমি থাকবো নিঝুম পুরে।

মননে বিঁধিলো মোর-
হেন গান খানি,
তবে আমি এসে ঘেষে-
বসেছিনু তাঁরই পাশে,
বলেছিনু কিগো আজ-
উদাসিনী কিসে?

আকাশ ছেয়েছে জলে-
নীলগুলো গেলো ক্ষয়ে,
আধার নামিলে তবু-
নহে তো সে রাত।

হয়তো আমিই চলে-
যাই যদি আগে,
পরে গেলে তুমি-
দেখো নিদ্রা জাগাবো আমি,
আমার হাতেই তোমার-
দেখিবে সে হাত।

যেদিন সঁপিলে মোরে-
নিজ তনু মন,
আমি আত্মা হৃদয়ে তোমায়-
বাঁধিনু বাঁধন।

তেন নির্জন চিরপারে-
তবে রবে কেন একা,
সেথা তুমিই আমার বুকে-
পাবে নিজ দেখা।

ঐ শত অগনন-
শয়নে অতল,
যেন আমি রবো নদী হয়ে-
তুমি তাঁরই জল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast