www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কালের তুফান

কালের তুফান
আব্দুল কাদির মিয়া
===============
কালের তুফান একটু মায়া
করবি আমায় ভাই?
দেখনা কাঁধে ঝুলছে পরাণ-
আর পারিনা তাই।

নেই তো আমার কিছুই বাকি-
সব নিলো সব কেড়ে,
শুধুই আমার পরাণ ছাড়া-
নেই কিছু আর ঘরে।

অনেক আশায় ঘর বেঁধেছি -
জীবন দিয়ে যারে,
শুধু ভালোবাসার আদর ছাড়া-
দেইনি কিছু তাঁরে।

ভাইরে তুফান তোর কত জোর-
সেই শোঁশোঁ গতি গুলো,
আমার দুচোখ আধার-
জনম দুঃখীর,
ফিরালো দিনের আলো।

তাইতো চেয়ে দেখছি পালান-
উজাড় পাহাড় চূড়া,
কত করলো নিপাত ধসের মাঝে-
করলো গুঁড়া গুঁড়া।

তোর বিজলী নামের শক্তিগুলো-
ভুবন কাঁপা ডাকে,
কাঁপায় মাটি আকাশ পাতাল-
যেন লক্ষ্য দানব ছুটে।

আমার দুটি চোখের পানি-
জনম জীবন ভরে,
পড়লো কত পায়ের তলায়-
চাইলো না কেউ ফিরে।

হে ভাই তুফান-
আমার নেই অভিমান,
তোর উপরে আজই।

তোর ক্ষেপণে কালের ধারা-
আমার খড়কুটো ঘর চিহ্ন হারা,
লণ্ডভণ্ড কি আর তেমন-
না পাই বলে খুঁজে।
তোর জীবনের সত্ত্বাটুকু-
জনম জনম ধরে।

তুই রাখলি যে ঠিক নিজের তরে-
শক্তি প্রলয় দেমাক জোরে-
সেই কাল ছাড়া অকালে কভু,
আর না আসে ফিরে।

ভাইরে তুফান তুই দেখনা আজই-
এই আমার অনাথ কাঁধে,
কেমন ঝুলছে লাশে আমার পরাণ-
বদ শক্তি মরণ ফাঁদে।

তিল খানি সেই ভিটা আমার-
যে সন্ধ্যে বাতির জ্বালা-
নেই বলে সে আধার কাটে,
নিশি চাঁদ হলে উজালা।

কাল হলো সেই মরন ভিটা-
যে শক্তি জনের তরে,
সেতো নেই সকাল আর সন্ধ্যে বিকাল-
জোরের চাবুক মারে।

ভাইরে তুফান এই অভাগার-
করনা একটু মায়া,
দেখ মরলো কাঁধে পরাণ আমার-
বদ কালের বিষ ছাঁওয়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast