www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হীরক ধরা ঘিন

হীরক ধরা ঘিন
আব্দুল কাদির মিয়া
===========
সত্য নদীর ভাসলো তরী
স্বর্ন বোঝা লইয়ে-
নেই কোন তাঁর মাঝি মাল্লা-
উড়ছে বাদাম ছইয়ে।

নেই জনকূল আজব দেশে-
নেই সুরুজের আলো।
সেথা সত্যই শুধু চলার গতি-
পথ চিনে লয় ভালো।

ইয়াকুৎ মারুয়ারিদ মর্মর-
সেতো স্বর্গ মণির জলে,
আজই ত্রি মোহনায় ভাসলে তরী-
তাঁরে হীরক ডেকে বলে।

কিহে স্বর্ন এলে কি তুমি-
আমারই খবর নিতে?
এই কাটলো আমার হাজার বছর-
ভাগ্য ধিকে নেই সুখকর,
লাজ বাঁধনে নিন্দা চলন-
আর পারিনি যেতে।

ঐ স্বর্গ মণির জলগুলো সব-
আসল নকল চিনে,
আমার ছোঁয়া নরক নরের-
হাত বলে সেই ঘিনে।

আমায় পুঁতলো আধা মাটির তলায়-
রাখলো আধা পরে,
আমি-
ছিলাম বলে দুষ্ট রাজা-
কারন কোষাগারে।

এবার স্বর্ন বোঝা বড়ই লাজুক-
ভাবলো নিজের একই সেই দুঃখ,
এই সত্য মিথ্যা জনম ঘরে-
নেই মুখে তাঁর স্বর।
তবে সত্য নদীর জল ব্যাকুলে-
আর নাহি চল গতির পালে,
গর্জনে তাঁর তরীর তলায়-
উঠলো আজব ঝড়।

সেতো বলছে ওহে হীরার খনি-
তুমিও স্বর্ন বড়ই ধনী,
নেই কোনো সৎ-
ও অসৎ সেবায়-
আছো- সুরুজ উদয় দেশে।

শক্তি আমার এই ধরাতে-
থাকতো যদি তেমনি হাতে,
আমি- সব দেমাগের চূর্ণ নিপাত-
এই জমিন সাগর ঘিরে।

আমার পালের উড়ায় ধরে-
ধূলোর ধূলি তন্য করে-
লইতো ভরে- আমার তরীর উদর,
সেতো- ফেলতো চির নাশে।

এই বলে সেই সত্য নদী-
তরীর বোঝা খানি,
ফেললো হোচট-
বাতাস বেগে-
সেই হীরক ধরা ঘিনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast