www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধন্য হে ঈদ

ধন্য হে ঈদ
আব্দুল কাদির মিয়া
===========
ধন্য ধন্য ধন্য হে ঈদ
ধন্য খুশীর রঞ্জনে।
আজ পৃথিবী ধূলির পরে-
উছলে মায়ার অঙ্গনে।

ভৃত্য ধনী কুলি মজুর-
আজই সুশীল সমাহার,
নেই যেন আজ কুলের ভূষণ-
ভিন্ন সবই একাকার।

মজলুমে সব এই ক্ষনেতে-
ভুলছে পিছু হাহাকার,
আজ পরানের দুতার বাজে-
ভিন্ন ঈদ-উল আযহার।

এই ক্ষনেতে আকাশ পাতাল-
এই ভুলকের সবুজে,
আজই নিঃস্ব নিশি সব পিপাসার-
দেখে ঘুচলো ক্ষুধা অবুঝের,
ওরাও সব একমিলে সব-
আজ খুশিতে একাকার।

ঐ বজ্র ধ্বনির ধুম ধামারে-
গাইছে ঈদ-উল আযহার।

পুলক ছটা তন্দুরে আজ-
সোহাগ সাঁজের ঢেউ,
যেন দেমাক ঢালা দীপ-
দীপালির ফুটছে বিন্নি খই।

যেন স্বর্গ আজই ডাকছে নরক-
থামনারে ভাই কি আর লাভ,
তোর জ্বলনে দেখ চেয়ে ঐ-
নেই জমীনে কোনোই পাপ।

এই ক্ষনেতে আজ বিধাতার-
আরশই যেন দোলছে দোল,
খুশির মায়ায় ডাকছে প্রভু-
মাফ করো সব নরের ভুল।

এই খুশিতে এই জনমে-
আর নাহি চাই কোনোই পাপ,
হে পৃথিবীর জমীন বাসী-
এই যেন হয় চির মাফ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast