www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন কিছু বোঝেনা

মন কিছু বোঝেনা
আব্দুল কাদির মিয়া
==========
মনের ঠিকানা খুঁজে
মন কিছু বোঝেনা।

তবু চলে নিজে নিজে-
শত চাওয়া শত খুঁজে,
পায় যদি কিছু থোরা-
মিলেনা সে বেশি পুরা,
পথহারা মন তবু পিছু ফিরেনা।

মনের ঠিকানা খুঁজে-
মন কিছু বোঝেনা।

শিশুমন ছোটকালে-
খেলেছিলো মেঘ জলে,
কাগজের নৌকাতে দিয়ে দোল।

অবুঝের বেদনাতে-
কেঁদেছিলো চোখ মলে,
বোঝেনি সে আসলেই ছিলো ভুল।

বাতাসের ঝড় বেগে-
ভেসে যাবে সেই দূরে,
সেই ছিলো সবই যে তাঁর অজানা।

মনের ঠিকানা খুঁজে-
মন কিছু বোঝেনা।

ক্লান্তির অবসানে-
নিশি কি দিবসের ক্ষণে,
মনোডুরে বেঁধে কত ভাবনা,
নিদ্রিত দুটি চোখে-
কেটে ঘুম দুঃখে সুখে,
ঘুম জেগে মুছে তাঁর মেলা ঠিকানা।

সেথা নতুনের আগমনে-
ছুটে ভিন মত টেনে,
আসে কারো হারাবার কান্না।

বোঝ কি অবুঝে পরা-
হিসেবের নেই ধরা,
বড় যে জ্ঞানের জোরে-
বড় সে শিশুর তরে,
নিজ তরে ধরে মনে ধরনা।

পেলো সে যতই পুরা-
তবুও বলে সে থোরা,
মনের ঠিকানা খুঁজে-
মন কিছু বোঝেনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast