www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডেকে বারে বারে (গান)

ডেকে বারে বারে (গান)
আব্দুল কাদির মিয়া
=============
ডেকে বারে বারে
পেলে কিনা তাঁরে।
তুমি স্মরণে যেও সন্ধ্যায়,
তে-নিশাতে থেকো তন্দ্রায়।

প্রান্ত রজনী একটু দূরে,
নিঝুমে অশ্রুতে বিজন ঘরে।
হৃদয়ের দ্বারে পেলে কিনা তাঁরে।
তুমি স্মরণে যেও সন্ধ্যায়,
তে-নিশাতে থেকো তন্দ্রায়।

নিলা লয় অতলে দিয়েছে তোমায়,
যে, তোমার পৃথিবী খানি মেলে।

আবার ভাসিয়ে সে ভেলায়-
তাঁরই আলোয় রেখেছে বলে,
তুমি জীবনের খেলা গেলে খেলে।

আজই অদূরে তোমার শেষ-
ডুবে যেতে বেলা,
যদি তীর্থ কাটেনি তাঁরই-
মিলনের জ্বালা।

তবু এলো বুঝি পেলে তাঁরে-
থেকো তন্দ্রায়।
স্মরণে যেও সন্ধ্যায়।

ডেকে বারে বারে-
পেলে কিনা তাঁরে,
তুমি স্মরণে যেও সন্ধ্যায়-
তে-নিশাতে থেকো তন্দ্রায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast