www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঈশ

ঈশ
আব্দুল কাদির মিয়া
===========
ঊষার গগনে তুমি দিবসের আলো
সেঁজুতি প্রদীপে তুমি নিজেকেই জ্বালো।

ঘুমে ঘুমে নিঝুমে ধরনীর বুক-
গহীন কানন,সাগর নিয়ে তাঁর সুখ।

কে গো তুমি এত দায়,
এত তুমি ভালো।
নেই যার সুখ দুঃখ অবিরামে চলো?

প্রভাত জাগালে যেন নিশি করে পার-
আবার ক্লান্তি ঝরাতে ডেকে আনিলে আঁধার।

জগম্মোহন জগদ্দলে-
তুমিই বিধাতা বলে,
তবে তুমিই ধরেছো সেথা-
তেন হে মমতা?

আঁচলে বাঁধিয়া সাত নরকের দুঃখ-
স্বর্গ পদদলে তবু স্বর্গ সুখ অনুকূলে,
যেন মায়ের বুকেতে তাঁরই মানিকের মুখ?

সেথা তুমিই সখা লয় ক্ষয় নীরবেতে অক্ষয়-
নিথর পৃথিবী খানি মমতার বিষ,
ঢেলে জল ফুল ফলে-
সাজিয়ে নিজেরই কোলে,
প্রলয় ডাকিবে কেন?
ওগো সখা, ঈশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast