www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার শহর

আমার শহর
আব্দুল কাদির মিয়া
===========
হে ভীনদেশী মানব স্বজন
এসো গো আমার বাড়ী-
তোমায় দেখাবো আমার ললিত শহর,
দার ঘেষে যার নদী ও নহর-
বইছে নীলাভ জল ভাটিতে।

কেমন সোনার সাজন ধরি,
এক সবুজ শ্যামল স্বপন পুরি-
যেন ডাকছে তোমায় নীলাম্বরী-
বকুল মালা হাতে।

ঐ নীলাম্বুধি সৈকত পেড়ে-
যেথা ঢেউয়ের ছোঁয়ায় শিশির পড়ে,
তোমায় করিতে বরন সোহাগ ডালায়,
আমি ঘর বেধেছি তাতে।

আমার শহর ও বাড়ীর মাটি-
সেতো পবিত্র আর বড়ই খাঁটি-
যার ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরা-
ঐ বঙ্গবীরের গড়া।

যে শিমুল হিজল কদম তলে-
এই জারুল স্বর্ন লতা তলে-
আজই নীরব নিথর সেই মুক্তি শহীদ,
সবে ঘুমিয়ে রয়েছে ওরা।

ওগো আমার শহর মুখের হাসি-
বর্ন বিভেদ ভুলা,
সেতো অতিথির তরে স্বর্গ খুশির-
যেন পেলো সে নতুন দুলা।

আরো মায়ার দুহাত বাড়িয়ে ডাকে-
সন্তানের আদরে,
সেথা ঘুরবে যেথাই মনের খুশি,
ইচ্ছে যাহা ধরে।

তবে বিনয় আমার বেলা বেলি-
এসো গো আমার বাড়ী,
নহেতো শহর পার করিতে,
রাতের প্রহর ধরি।

গুনতে হবে কড়ায় কড়ায়-
আর চোখে পেলে ঘুম-
হয়তো ধড়াস পড়ে ব্যাথার জ্বালায়,
পারে আটকে যেতে দম।

ওহে এসোনা একবার মোদের বাড়ী-
দেখে যাও শহর ঘুরে,
তোমার দুঃখগুলো সব ভুলিয়ে দিবে-
তাঁর হৃদয় স্নেহ ঘিরে।

হে ভীনদেশী মানব স্বজন,
আমার যদিও ছোট্ট ঘর,
তবু মনের ঘরেই রবে সবাই-
কেউ নহে মোর পর।

দেখো আমার বাড়ীর ধার ঘেষে ঐ-
নদী গেলো বয়ে-
যার পূবাল হাওয়ায় পালের তরী-
ছুটছে ভাটির নেয়ে।

উজান দেশে বাইছে কেহ-
মাস্তুলে ডোর বেঁধে,
নদীর পাড় ঘেষে গানে ছুটছে টেনে,
দাঁড় ধরা এক জনে।

দিন কি আধার রাতের কালো-
নেই ভেদাভেদ শুধুই আলো,
যেন আমার শহর স্বর্ন ঝরা,
পূর্নি চাঁদের ফালি ধরা,
আরোও আকাশ কানন ফুলগুলো সব-
মাথার উপর হাসে।

শুধু একটি কথা বলতে গেলে-
হাতের কলম আর না চলে,
ঐ গাড়ীর চাপায় মরলে মানুষ-
তাঁর চোখ জলে বুক ভাসে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৫/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast