www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোলো চোখে ঝড়

তোলো চোখে ঝড়
আব্দুল কাদির মিয়া
===========
আজই তোলো চোখে ঝড়
ভাসিয়ে দাও এ জমিন,
তারই প্লাবনে-
অস্থিমজ্জার সবই হৃদয়ের দেশে।

শোধ দিতে ঐ নিলো যত প্রাণ-
মোদের অনল ঝড়া সেই-
ফলনের মান,
শক্তির সত্যা কূলহীন-
ঐ সাকারের মোহ তোষে।

পৃথিবীটা আজই কিসে রোসানলে-
মৃত্যুর সাঁজে খেলা ঘর?
তবু চোখ জলে সেও কথা বলে-
শুধু আপনের স্বার্থ সে-
যেথা নেই চির হিসেবের ডর।

আজই প্রাণ সেতো বলে-
আমি আছি কোন কূলে?
ঐ স্বর্ন মহল কমল আজও নাহি পাই-
আমি খুঁজিবো উড়ায় উড়ে-
তাঁরে পাতল ধূলোতে খুঁড়ে,
জীবনের তরে সেতো-
বাজ নখ চঙ্গলে কেড়ে নিতে চাই-
মহলি রমনী দাসী-
যেন শশির শশিকর হাসি-
রবে সেতো সবই পড়ে-
শেষ রজনীর পারে।

স্নানের কমল ঘিরে-
ফুটিবেতো সরোবরে-
জীবনের কুমুদী সেই চির বসন্ত ধরে।

তবে হিয়া মোর কান-
শোনে পৃথিবীর প্রাণ,
শোক তরঙ্গ ডুকরা যেন-
কেঁদে কেঁদে কয়।

ওরা আছে কার ঘরে?
যেন নিজেই নিজের তরে,
ভাবে শক্তি গ্রহতে ওরা-
নিজেই জ্যোতি।

নর আদবে সালাম ওরা-
কভু নাহি দেয় থোরা,
পায় যত দর্পে সে-
শুধু স্বরে তুলে লয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৫/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast