www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আসহাবে কাহ্ফ

আসহাবে কাহ্ফ
আব্দুল কাদির মিয়া
=========
ও ঘুমের মাসী মায়াপরি
তুমিতো চোখের দোরে থাকো,
তোমায় ডাকলে কেহ ঘুম পাড়িয়ে-
ছবি তুলে রাখো।

আজ একটি কথা জানার তরে-
বেজায় মনের তাড়া,
ঐ সাত জনা এক কুকুর কিতমীর-
বলোনা ওরা কারা?

তিনশত নয় সাল ভরে এক-
ঘুমের জীবন কেটে,
দেখে হাত পায়ে নখ বেজায় ভর-
গোঁফ দাড়ি ছাড় পেটের।

ওহে তুমি-
ঘুমের ঘরে ডাকলে আমায়-
মাসীর সেবায় তুলে,
তবে শোন হে মণি-
ঐ জালিম রাজার দাকিয়ানুসের-
ওরা সবাই প্রজাকূলে।

ঐ বেদিন রাজার রাজ্য জুড়ে-
যেবা প্রভুর আরাধনায়,
এক কঠিন বাধার নিষ্ঠুরে প্রাণ-
ওদের মৃত্যুতে দাঁড়ায়।

তবে সাত প্রজা এক ভক্ত কুকুর-
নাম যে তাঁর কিতমীর,
ওরা পাহাড় গুহায় পালায় রবের-
প্রেমে বন্দিগীর।

মহান প্রভুর দয়ায় সেথা-
ঘুমিয়ে ওরা পড়ে,
তিনশত নয় বছর ওদের-
এক ঘুমে যায় পেড়ে।
অল্প তরে জাগার পরে-
ওরা হিসেব খুঁজে পায়,
মন বলছে তবু শান্ত ঘুমে-
যেন একদিন ই কাটায়।

এবার মরলে ওরা চিরতরে-
আসহাবে কাহ্ফ নামটি ধরে-
ওদের ডাকছে প্রভু পাক কালামে,
স্বাক্ষী খুঁজে পাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast