www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওদের বাড়ি সাজনপুরে

ওদের বাড়ি সাজনপুরে
আব্দুল কাদির মিয়া
============
ওদের বাড়ি সেই সাজনপুরে
নিশি মোড়ের বা দিক ঘুরে,
কেশে খালের ধার ঘেষে-
সেই ডেরা বাঁধা ঘর।

সেথা সবাই যেন দিন ভিখারি-
মিটছে ক্ষুধা হাঁড়ি ঝাড়ি-
তবুও ওরা এক মিলে সব,
যেন নয় কেহ কারো পর।

ঘুমের অরুণ রাত্রি পারে-
জাগবে আরোও একটু পরে-
হিমেল হিমেল বইছে বায়ু,
ভোরের তাজা প্রাণ।

কিচিরমিচির গাইছে পাখি-
তবু ঘুম সরেনা ঘুমের ফাঁকি-
চোখ দুটি ঢের কষ্টে আরোও-
ওদের রয়েছে খোলা কান।

তবে মনের পাখি বলছে ডেকে-
কিহে বাঁধলে বাড়ি নিগুম ফাঁকে-
ঐ শহর কাঁপা হায়ান দলের,
ফাঁদের শিকার ভেদে।

তোমার থাকবে খুঁতহীন প্রাণ ষোড়শী-
তুমি ডাকবে নাক ঘুম কাটবে শুষে,
সেই ঢেরা বাড়ি ও কি কাল বনে যায়?
ডাঙার কুমির খাদে?

এবার ঝর ঝরিয়ে চোখের পানি-
শ্মশ্রু ভেসে পরে,
সেতো উর্ধ্বমুখী আকাশ পানে,
এই মিনতি করে।

ওহে প্রভু সতীত্ব আজ জাতির তরে-
এই পৃথিবীর জমিন জুড়ে-
এমন নেই কোনো ঘর মুক্ত বিষাদ,
বিমল সুশীল বাড়ি।

যেথা সুরক্ষিত প্রাণ ষোড়শী,
অবুঝ শিশু ঘরের বধু-
আরোও কিশোরী,
সবইতো সে দেখো হে প্রভু-
মোরা সহিতে না আর পারি।

ঐ রুখতে শিকার তেন সাধ্য ও নেই-
যেন গড়বো লোহার বাড়ি।

তাইতো তুমি করো হে ক্ষমা-
হও মোদের জামিন,
এবার সাথের সবাই ই-
একমিলে সব,
আল্লাহুম্মা আমিন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast