www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপনের চোর

স্বপনের চোর
আব্দুল কাদির মিয়া
===========
যদিও চোখ রাখিনি গো নয়নে
তবুও কেন যে তুমি-
হৃদয়ে স্বপন ও শয়নে?

ঐ রাতগুলো যেন শুধু-
আসে মোর ঘরে,
খোলা দরজার ছিটকিনি,
আটিবার তরে।

তুমি নির্লজ্জের মতো অনাবৃত-
ঘন-কালো সরু লম্বা কেশের-
সুরা নর্তকী কবরীর খেপামিতে,
মোর নিদ্রার শিয়রে এসে,
করো সত্যের ভুল ঐ ছলনার খেলা।

এমনিতেই নিশি যায় সবই ভেসে-
তবুও ছাড়োনি মোরে আছো নিশ্বাসে-
হঠাৎ চেয়ে দেখি হায় কত বেলা।

যাই তবে উঠে হত নিরাশার চোটে-
বকুল ছিটানো ঝরা কমলের পাড়।

তবে নয়ন বিঁধিলো সেথা-
যেন শশি ভূষণে মেশা-
ভাসে ধবধবে শুভ্র রাজহংসপালে-
সবই মাদি,
যেথা নেই একটিও নর।

সেই খেয়ালের ঝড়ে-
যেনো বান ছুঁড়ে মেরে-
শর বহালো মোর হৃদয়ের পাটে।

যেনো তুমিই রজনী পারে-
পালালে গো মোরে ছেড়ে-
আর মায়ায় ভাসিলে জলে,
আমি আসি বলে ঘাটে।

তাই দিব্যতে করেছিগো পণ-
কমলেই সারিবো আজই গঙ্গাস্নান-
মৌনতা রবে করো জোর।

ভক্তিতে ছিঁটাবো ফুল-
ভাগ্য দুয়ারে নম-
ধুনুচিতে জ্বালিবো চন্দন,
আর বাঁধিবো হৃদয় ডোরে-
সত্যকরে সেই তুমিই যে-
নিশীথের স্বপনের চোর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast