www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বউ দিদি

বউ দিদি
আব্দুল কাদির মিয়া
===========
কবির কবিতা গুলো
আছে পড়ে এলো মেলো-
একবারও পড়োনি সে-
নেড়ে বার বার।

আছে কি পাতাতে ধরা-
যেন ধূলোতে নিরহ গড়া-
সেতো মমতার চুখে চেয়ে,
দেখো কিছু তাঁর।

তবে জানালার পাশে শুনি-
আমের মুকুলে বসে-
মনখুলে যায় গেয়ে দোয়েলের গান।

সেতো ধরেছে আপন মনে-
ফাগুনের দর্শনে-
ঐ কবির কবিতাগুলো ছিলো তাঁরই প্রাণ।

প্রিয় পাঠক বিনয় বচন,
একটু যদি শোন-
এই ক্ষনেতে পড়লে আমার-
বউ দিদিকে টানো।

থাকেই যদি প্রণাম আমার-
আর যদি নেই ভালো,
ওরাই জীবন সুখের অলি,
আধার ঘরের আলো।

তোমার দুঃখের ঝড়ে বান ডাকিলে-
হৃদয় উনুন জ্বেলে,
ওরা সব শুষিয়া করবে শীতল,
ওদের শান্ত নদীর জলে।

আরো দেখবে তোমার নয়ন মেলে-
ঘরের বাহির হলে,
ওরা মুছলো মনির পায়ের জুতো,
আদর সোহাগ ঢেলে।

তুমি আসবে কখন ঘড়ির কাটা-
চাইছে বারংবারে,
খাবার পাতে সেতো রাতপ্রহরী,
তালের পাখি নাড়ে।

তুমি কর্মতরে যাচ্ছ দূরে-
ফিরে আসবে কবে বলছো তাঁরে,
দিদির পরাণ খানি।
উঠলো কেঁদে মুখে হাঁসি-
যেন শুকনো জলে নয়ন ভাসে,
তোমার বন্ধনাতে সন্ধ্যে সকাল-
বিধির জপন টানে।

প্রিয় পাঠক আমার বিনয় বচন-
ওকে রেখো হৃদয় সুখে।
সেতো তোমার জীবন তরী-
ঢেউ সাগরে জমায় পাড়ি,
তোমার মৃত্যুমুখি আঘাত ওরা-
লইবে টেনে বুকে।

তাই বউ দিদিকে শত প্রণাম-
আমার লিখন পড়ে,
যেন আরোও কিছু লিখতে পারি-
একটু দোয়া করে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast