www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সফল প্রতীক্ষা

সফল প্রতীক্ষা
আব্দুল কাদির মিয়া
===========
হে সঙ্গ সখা আমার,
তোমার বুকে আমার চিহ্নটা রেখে দিও,
শতকাল শত জনম ধরে।

তোমার গায়ে আঁকুনিতে আমার মুগ্ধ সাগরের পথ,
কত চেয়ে চেয়ে আছি।
আজ আমার চির ক্লান্তি অবসানে,
ওপারে আমার ভাসিলে খেয়া,
সখা তুমি বলে দিও তাঁরে।

হৃদয় সেতারে আমার সাগর তরঙ্গ,
মৃদুলে মৃদুলে বেজে গেয়ে কত এসেছিলে-
ঝলমলে ভাবনার জোয়ারের তীরে।

তাঁর যন্ত্রনার ঝড়ো হাওয়া,
কত নিশীথিনী রাত আমায় তন্দ্রা পেরে পোহালো,
আজো হয়ে ভোর।

সখা তুমি বলে দিও তাঁরে।
মুগ্ধ সাগর আমি পাইনি বলে,
আমার কষ্ট ব্যাথার অল্প তুলে দিয়েছি তোমায়,
তুমি মুছোনা সে ভাই আমি তোমার নিঃসঙ্গ হলে।

নেই কোনো বেলা রাত দিবসের-
ঘুম ঝিমানির একটু আগে।
ছিলো যত খোলা আমার দুটি চোখের পাতা।

মুগ্ধ সাগরের কথা বলতে তোমায়,
ছিলে তুমি বন আর আমি যেন-
তোমারই বনানী লতা।

হে আমার অন্তীম সাথী টুকরো পাতা।
আমি যাবার পরে থাকবে তুমি কত হাজারো বছর-
ছন্দের মালা পরে।

কৃষ্ণের তুমি লাল বর্ষার কেয়া পরে,
শিমুলের ডগায় দোলন চাপার ঘর।
বাঁধিয়া তুমি ময়ূরীর পরে জলসায় তুলিবে ঝড়।

সে আমার সাগর আসবে ছুটে,
হয়তো সেটাই ঘিরে।

মুছো না সে ভাই আমার চিহ্নটা তাই,
তুমি রেখো বুকে ধরে।

সংক্ষিপ্ত ব্যাখাঃ-
=========
লেখক এখানে সঙ্গ সখা বলতে তাঁর দিবা রাত্রির সাথী লিখনী কলম আর কাগজের পাতাকে বুঝিয়েছেন। আর মুগ্ধ সাগর তাঁর জীবনের অক্লান্ত পরিশ্রমের ধন, যাহা তাঁর মৃত্যুর পরেও এই ধরার বুকে মানুষের অন্তরে আজীবন শ্রদ্ধাও মায়ার প্রাঞ্জলিতে অমুচনীয় হয়ে গেঁথে রবে। আর সেখানেই লেখক তাঁর এক সাগর জীবনের সফলতাকে তাঁর আশার মানদণ্ডে পরিপূর্ণ হওয়ার স্বপন দেখতে পায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast