www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে মানুষ এসো ফিরে আসি মোদের সারিতে-(২)

হে মানুষ এসো ফিরে আসি মোদের সারিতে-(২)
আব্দুল কাদির মিয়া
=====================
তাইতো এসো মোরা ফিরে আসি মোদের সারিতে।
তাও জানি তোমার ভীষণ কষ্ট হবে,
কিন্তু তুমি ভুলে যেওনা তুমি যে মানুষ। তুমি জানোনা তুমার ইচ্ছে শক্তির ধার ও ক্ষমতা কত প্রবল,কত উর্ধ্বে।
এই পৃথিবীর আর সব ক্ষমতা ও বিশাল শক্তির শিকলগুলো এক হয়েও তোমার মনের শক্তির একটি শিকলের কাছেও হার মেনে পরাজয় বরন করবে ওরা। ওদের ভালোবাসার আবরনের শক্তিশালী জালগুলো তোমার সমস্ত দেহকে আচ্ছন্ন করে ফেলেছে।
তাই তুমি তোমার নিজ মনের নিবৃত শক্তিকে তোমার সর্ব দেহের ও ধমনীর শিরায় উপ শিরায় জ্বালিয়ে মনের একান্ত আবেগে বাঁচার তাগিদে সঞ্চালন করে তোমার মস্তক উত্তোলন করে যাচাই করে নাও।
দেখবে ওদের আবরনের জাল তোমার মনের শক্তির প্রচন্ড আঘাতে
টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দিবে।
তখন তোমার বুকের পাজর সজোরে টান করে এই বিশাল পৃথিবীর
উন্মুক্ত সুশীলা আকাশের পানে মুখ ফিরিয়ে এক বুক বিশুদ্ধ সচল
নিশ্বাস টেনে নাও। দেখবে চোখের পলকে খনান্তরেই এক মায়াবী
হাসির ঝলক মেরে সারা জাহানের মানব হৃদয়ের গভীরের জীবানু
ধ্বংসী সূর্যের রৌশানী ছটাগুলো তোমার সমস্ত বিষধর কীট গুলোকে,
তোমার হৃদপিণ্ডের কোষ থেকে এমনি ভাবে বের করে মেরে ফেলবে যে তখন এই মনোহর ধরনীর আকাশে পূর্নিমা চাঁদের জ্যোৎস্নার খন্ড
খন্ড ফালি মেঘমালার বর্ষনের জল ও স্থলের দিগ দিগন্তের সুশীলা
মনোরঞ্জন বাতাসের মৃদু মৃদু হিমেল ঝাপটা গুলো এক সুরে সবার কানে কানে পৌঁছে দিবে, তুমি নিষ্কলঙ্ক, তুমি পবিত্র, তুমি উত্তম, তুমি সর্বশ্রেষ্ঠ মহামানবের চোখের মনি, বুকের স্পন্দন তাই তুমি পিছনে আর যেওনা। সামনে চেয়ে দেখো, বহু দূরে যেতে হবে তোমাকে,
জীবনের এই শেষ সন্ধ্যালগ্নের পূর্বেই পার হয়ে যেতে হবে এক বিশাল বিধ্বংসী নিশি অন্ধা বিষের সাগর।
ঘোর কালো বিভীষিকা ময় ভয়াল হুংকারিত লেলিহান আগুনের সীমাহীন পাহাড়, যাহার স্তব্দ বিকল ভীষণ গর্জনে,
মহা আতঙ্কিত পৃথিবীর আকাশ মন্ডল জমিন সহ সকল সৃষ্টি জগৎ।
কখন জানি গ্রাস করে ফেলে এই সৃষ্টিত পৃথিবীর নাম ও পরিচয়ের
চিহ্নটুকু।
তাহা অতিক্রম করিতে হলে পার হয়ে যেতে হবে এক কঠিন স্বপনের
সেতু।যাহা হীরার চেয়েও ধার আর চুলের চেয়েও চিকন।
তাহা শুধু পবিত্র হৃদয়ের আলোতেই দেখতে পাবে, আর সেই হৃদয়ের আলো তোমার জীবন সূর্যের অস্তমিত হওয়ার পূর্বেই সংগ্রহ করা সম্ভব হবে।.......(বাকী অংশ পরবর্তীতে লিখা হবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast