www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে মানুষ এসো ফিরে আসি মোদের সারিতে-(১)

হে মানুষ এসো ফিরে আসি মোদের সারিতে-(১)
আব্দুল কাদির মিয়া
==========================
হে মানুষ এসো ফিরে আসি মোদের সারিতে।
সরে যেওনা আর পিছনে তাকিয়ে দেখ,
নর পশাচ আর মায়াবী রাক্ষসী দুই হাতে বিউগল বাজিয়ে,
সুর লহোরিতে মাতোয়ারা।
নেশার শৃঙ্গে দাঁড়িয়ে ওরা,
ফিঙ্গে মেহেদী আর লাল সবুজের ঘোর কালো কৃষ্ণ সেতার-
রঙ্গের প্রজাপতির পালকের ডানা মেলে,
নৃত্যের তালে তালে গোলাপ কাপুরের লোভান জড়ানো,
নীল নীলিমা গালিচা পেতে চন্দনের ধুপ গাছিতে সিঁদুরের ফোঁটা লেপে,
তোমার আগমনের, জয় কৃত্তন গাহিতেছে ওরা।
তুমি যে জগতের সেরা,
তুমি উত্তম, তুমি স্বর্গীয়-
তুমি কাননের শ্রদ্ধাঞ্জলি স্বপ্নের ধন।
সাগর,সমুদ্র, গ্রহ নক্ষত্র সহ,
সারা সৃষ্টি জগতেরই গৌরব শ্রেষ্ঠ জাতি-
তুমি যে সর্বশ্রেষ্ঠ মহা মানবের পাজরের স্পন্দন।
তাই ওরা তোমাকে ওদের জীবন উৎসর্গ করে হীরে, মুক্তা, পান্না-
আর তারকা খচিত পেয়ালায় প্রানের সকল মাধুরী ঢেলে দিয়ে,
তোমাকে একান্তভাবে জয় করিতে চায় ওরা।
তোমাকে পাওয়া ওদের অগুনিত যুগ যুগের প্রবল আকাঙ্ক্ষা,
ওখানে তাঁদের শৃগাল বন্ধুরা শুধু তোমারই অপেক্ষায় দিন গুনিতেছে,
তোমাকে কাছে পেলে ওরা আনন্দে যেন আত্মহারা হয়ে তোমাকে জড়িয়ে ধরে,
তাঁদের চির অভ্যস্ত বিজয়ের বিউগল গুলোর ধ্বনি এক সুরে বেজে উঠবে,
তখন তুমি উৎসবের উন্মাদনায় তোমার চেতনার সত্তাকে ভুলে গিয়ে-
শুধু নীরব ছিন্ন অন্ধকারেই, তোমার বিষ মাধুরি জীবনের বাঁচার একমাত্র পথ ছাড়া আর অন্য কোনো গতি গতান্তর থাকবেনা।
হে মানুষ তখন তোমার অজান্তে,
হৃদয়ের এক খন্ড আলোর ঝলক ও যদি তোমাকে বাঁচার করুনার হাত
বাড়িয়ে ইশারা করে,
তখন তোমার পোষা কুমন্ত্রণার কুকুর গুলো তোমাকে এমনি ভাবে তাড়া
করিবে যে, তাঁদের ঐ বিষধর দাঁত পিষানুর ভয় ভেংচিতে, তখন এই
সুন্দর পৃথিবীর নির্মল সোনালী সূর্যের হৃদয়াঙ্গম মনোমুগ্ধকর আলোকে
তুমি ভীষণ ভয় পাবে।
যারি ঝলমলে পার্শ্বের ছোয়ায় তোমার কোলাহল দৃষ্টিহীন অন্ধকার আত্মার গভীরে প্রকোষ্টের সর্বনাশা কীট গুলোকে জ্বেলে পুড়ে ছাই করে দিতে পারে।............(বাকী অংশ পরবর্তীতে ছাড়া হবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast