www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নাই পুঁজি নাই রুজির মরদ

নাই পুঁজি নাই রুজির মরদ
আব্দুল কাদির মিয়া
==============
নাই পুঁজি নাই রুজির মরদ
আছে শুধু মন।
দেহ খোঁড়া অঙ্গে নেড়া-
বুদ্ধি মহাজন।

সাঁইরে, সেই বুদ্ধি আমার-
দিন থাকিতে ডাকিলো মরন।

চাই পাতিলাম মাছ ধরিতে,
পাতান খালের চেংঙা ঝোপে।
উপোষ আমার ছাওয়াল মাইয়া-
ক্ষিধার ধর কাতর।

না পেরে সহিতে জ্বালা-
যাই ছুটে রাত গভীর বেলা।
নিশির পিশাচ দেখি আমার-
চাই করে হরন।

সাঁইরে, সেই বুদ্ধি আমার-
দিন থাকিতে ডাকিলো মরন।

রাত ঘরে নাই বাতির আলো,
চাঁদ যদি হয় একটু কালো।
আর দেখিনা মানিকের মুখ-
শুনি শুধু ডাক।

দিক বেদিকে হাতাই তাঁরে,
লই টেনে মোর বুক মাঝারে-
না হয় বাবা ডাকিসনা আর,
এই করি বারন।

সাঁইরে, সেই বুদ্ধি আমার-
দিন থাকিতে ডাকিলো মরন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast