www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বঙ্গবন্ধু স্মৃতি মহল

বঙ্গবন্ধু স্মৃতি মহল
আব্দুল কাদির মিয়া
===========
হৃদয়ে রয়েছে জেগে
শত কাল শত ত্যাগে-
রবে আরোও কত শত জনমের কাল।

তবুও ভুলিবেনা কভু তাঁরে-
মনের প্রেয়সী যারে-
আগ্রাতে বাঁধে স্মৃতি,
ঐ মমতাজ মহল।

সেই আমারও পরান কাঁদে-
কাঁদে জাতি দেশ কাঁদে-
কাঁদে সারা বাংলার মন।

ওহে বঙ্গবন্ধু তুমি-
জাতির পরশমণি-
আমার সাধ্য থাকিতো যদি-
জীবনের রেখে বাজি,

তোমার গড়িতে মহল স্মৃতি,
তবে সেথা ঢেলে দিতাম,
সাত রাজার ধন।

সেই বঙ্গবন্ধু স্মৃতি মহলে-
দিবে কি মন নির্মানে সে-
দেশ ও জাতি সকলে?

সেই মহলের সবই কানায় কানায়-
রইবে যে মুক্তির দিশা মোহনায়-
হাল ধরা পাল ছেড়ে বঙ্গ তরী-
সেথা বঙ্গবন্ধু আছে বৈঠা ধরি।

তবে আমার মনের আশা পূর্ন পেতাম-
আর সোনার দন্ত খানি-
বিকিয়ে দিতাম-

সেথা বন্ধুর সেই বাণী-
লিখে যে দিতাম

এবারের সংগ্রাম-
মুক্তির সংগ্রাম-
এবারের সংগ্রাম-
স্বাধীনতার সংগ্রাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast