www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘরের পিছনে তালপাতা ঘর

ঘরের পিছন তালপাতা ঘর
আব্দুল কাদির মিয়া
================
ঘরের পিছন তালপাতা ঘর
জামাই বউয়ের খেলা।
বানিয়ে ছিলাম নেংটা কালে-
বউ ছিলো তাজেলা।

ঘড়ি দিলো শ্বশুর মশাই-
খেজুর পাতায় তালি।
শ্যালক আমার মেলার পুতুল-
সুতায় গাঁথা শালি।

মাথায় আমার পাতার টুপি-
ঘোমটা বউয়ের টেনে।
দেখলো কিনা কেউ কিছু তাঁর-
বলছি কানে কানে।

ঐ কচিমুখ মধুর স্মৃতি-
পড়লে মনে মুকুল পৃতি,
এই পুরনো দিনেও কেমন-
আজো সরম জাগে।

তবুও ভালো লাগে সে মনে-
শুধু দু ফোঁটা জল চোখের কোণে,
তাঁর তরে ঐ দাদির দেখা-
পেয়ে যে আমার-
বউ তাজেলা ভাগে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast