www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয় পাঠক

প্রিয় পাঠক
আব্দুল কাদির মিয়া
==========
প্রিয় পাঠক আগেই বলে নেই
মোর হৃদয়ের শেষ কথা।

যে দিন থাকিবোনা আমি-
আর আসিবার তরে,
চির বিদায় এ পৃথিবীর ঘরে-
মিনতি রহিলো আমার।

এক বুক ভালোবাসা-
দু-চোখের অশ্রু ঢেলে।

ভুলগুলো সব দয়ার ক্ষমাতে-
মোর পুরোনো কথাগুলো,
কাগজের পাতায়,
মায়ার নজরে শুধু,
দেখে নিও একবার,
আমায় একটু মনে করে।

নিশির আকাশে ভরা-
ফুটন্ত তারা গুলো,
চেয়ে চেয়ে নিদ্রার ঝিমানিতে,
তবুও সে চোখ দুটি মেলিয়া।

গভীর রজনী পারে-
তবুও রেখেছি ধরে,
কলমের মুখ খুলে,
শুধু তোমাদের তরে,

দেখে নিও একবার পুরোনো পাতায়,
সেতো পেয়েছি যাহা-
তাঁর কিছু রেখেছি যতন করে তুলিয়া।

প্রভাত তন্দ্রাতে আর-
পারিনি যদিও,
ঘুম নেমে এলে ক্লান্তির শয়নে।

সেখানেও শস্য শ্যামল ঘুরে-
কাননের কিছু দূরে,
পর্বতি ফোয়ারার কত গান।

যেন বাহু ভরেতে উড়ে-
সমুদ্র তীর ধরে,
আরো যাহা দেখিয়াছি,
চোখ মেলে লিখে দিলাম,
ঐ পুরোনো পাতার সেই চয়নে।

হে প্রিয় পাঠক-
যদি একবারও মনে পরে আমায়,
তোমার স্মৃতিতে কোনদিন।

আমি কথা দিলাম-
সেই ধূলোর গহীনে এক,
শান্ত নিবিড় ঘন সবুজের,
দীপ্ত প্রতাবে মাখা,
অতি লাজুকের নির্মম নির্জনে,
আমি ডাকিবো তোমায়।

শত নীরবের অদৃশ্য হুংকারে-
জানি তুমি কিছুই শুনিবে না সেই,
আর দিবেনা সাড়া।

হে প্রিয় পাঠক-
তবে জেনে নাও তুমি-
আমার অন্তিম অন্তরে,
আর মাটির উদরে মেশা,
নয়নের পাড়ে,
মমতার বাণ ডেকে-
আমি দেখিবো তোমায়।

এক শান্তির প্রদীপ জ্বেলে-
তোমার জীবনের তরে,
আর তেমনি শুধিবো তোমার ঋন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast