www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

করোনার কথা মনে হলে

করোনার কথা মনে হলে
আব্দুল কাদির মিয়া
=============
এত ভয় কেন হয় আমি জানিনা
করোনার কথা মনে হলে।

হয়তো আমি মরেই যাবো-
বাঁচিবো যে মন তাহা মানে না।

এত ভয় কেন হয় আমি জানিনা-
করোনার কথা মনে হলে।

জীবনের ঘরে মৃত্যু টা জানি-
জনমের কোনদিন জানিনা,
মরিবো যে আমি সেই সত্য টা শত-
তবে,করোনার মতো ভয় জাগেনা।

বিবেকের ঘরে আজ প্রশ্ন জাগে-
তবে কি আমি আছি ভুলে?

যে মৃত্যু দুয়ারে দাঁড়া-
নেই সেথা ভয় তাড়া,
সেতো আঘাত হানিতে পারে-
করোনার পরে চড়ে,

হয়তো বা নাও পারে,
তবু হেন মেলা ডরে-
আজ দিনগুলো যেন-
কাটে ঐ মরি মরি খেলে।

ওগো গোলাপ তুমি কত সুন্দর?
সেই আঘাতের নেই কোনো ভয়,
তোমার জীবন যদি আমি পেতাম-
যার মৃত্যুর পরেও বহে শুকনোতে সুভাষিত,

ঐ সুন্দর মরেও তাঁর-
সজিবের স্মৃতিটুকু -
যাহা অমলিন সুন্দরেই রয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast