www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শৈলী কারিকার কারিগর

শৈলী কারিকার কারিগর
আব্দুল কাদির মিয়া
=============
যার কলমে রাত কি দিনের
সময় গেলো বয়ে,
শুধু মানুষ গড়ার স্বপ্নগুলো-
জীবনমুখী নিয়ে।

তাঁর তরে তাঁর পোষের খবর-
এই জীবনের ঘরে-
সেতো রাখলো না কেউ,
সে কেমন আছে-
দিন কাটছে কেমন করে।

স্বর্ন হৃদয় ঝলমলে তাঁর-
বিচার ও বিবেক হীরকের ধার-
ভুক্ত নহর প্রান খুলে সেই,
ডাকছে বিশ্ব জুড়ে।

ওহে নাও ভরে সব হৃদয় ধরে-
জ্ঞান পিপাসার অন্তর পুরে-
আর নিজেকে করো অমূল্য ধন,
পর ঐ ভব সাগর পারে।

সেতো রাখলো না তাঁর নিজেরই খবর-
শুধুই পরের তরে,
তবু দায়হারা এক ব্যর্থ নাবিক-
যেন ভাবছে ভব পারে।

তবে বৈঠা আরোও চলছে জোরে-
হাড় কাঁপা শ্রম নিশি পুরে-
ঐ প্রভাত সূর্য্য জেগেও তাঁরে,
দেখে সেই আগেরই মুখ।

গত উদয় ক্ষণে দেখলো যারে-
ডুবতে ও সে দেখে তাঁরেই-
শুধু একটু বদল কলমের রং-
এখনও লিখছে পাতার বুক।

ওরা তো সেই প্রজাপতি,
যে ফুলের রেণু ভাঁজে-
চির আধার ক্ষুধা মুক্ত ধরার-
প্রানের শুধা খুঁজে।

নিজের ক্ষুধায় তুষ্টি-
নিজেরই ভাগ্যে যাহা মিলে-
ওরা খুঁতহীন পথের চিহ্ন-
জীবন মৃত্যু আধার কুলে।

মানুষ গুলোর ভুলগুলো সব-
হৃদয় নদী জলে-
ওদের প্রেম সোহাগি ঢেউয়ের দোলায়-
দিশার প্রদীপ জ্বালে।

হে জ্ঞান তাপসের মুখ্য মণি -
বিদ্যাবলয় শীর্ষ ধনি-
উষ্ণে প্রখর বিবর্তনে তুমি,
হিমেল সিক্ত,
শৈলী কারিকার কারিগর।

তুমি যে ধরিত্রীর ঘন সবুজের-
এক সুশৃঙ্খল ছায়াবৃক্ষ সেবক-
কুলসিত আত্মার বিশুদ্ধ-
তুমিই সেই দর্পণের দর্পণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast