www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মায়ের খবর

মায়ের খবর
আব্দুল কাদির মিয়া
===========
মাগো,তুই তরমুজের দানাগুলো
আপেলের শাঁস গুলো,
কমলার কোয়া আর মাল্টার জোস।

যত মনে চায় মা-
নেই কোন ভাবনা,
পেট ভরে খাবি সবই,
তোর মনের খোশ।

কলা আর দুধ দিলাম-
পাতিল ভরা দই।

মনে চায় যত খাবি-
রাখিস না মা কোনো দাবী,
তুই মরলে কি আর আইবি ফিরে?
তোরে পামু কই।

সব দিলাম মা খাচি ভরে-
আইবো সোনা মাথায় করে,
দোয়া করিস সে যে আমার,
জান পরানের ধন।

যারে সোনা জলদি করে-
সব কথাই মনে করে,
বুঝিয়ে বলিস।

মা যেন সেই হেলা করে-
না করে তাঁর ভুল।

আর যদি তুই করিস দেরি-
এই যে আমি ফিরলাম বাড়ি,
এক এক করে ছিড়বো আমি,
তোর মাথার সব চুল।

এখন আসি-
যাই চলে গঞ্জে।

এই দিকে সেই সোনা মিয়া-
মাথার চুল তালুতে নিয়া,
বাঁধলো ঝুটি তীর কাঠি সই,
হাতে শিকল প্যাচে।

মোবাইল কটি টিপলো পরে-
ইংরেজী গান বাজালে জোরে,
হুশ গেলো তাঁর চড়ায় উঠে,
জোসের নাচন নেচে।

ডিসকু মতি সঙ্গীরা সব-
পাগল হয়ে ছুটে-
আইলে খাচির সবগুলো সেই-
উঠলো গোদা পেটে।

এবার দুই দিন পরে-
ডাকলো জোরে-
কইরে সোনা ধন।

আয়না কাছে-
মায়ের খবর,
শুনি মা কেমন।

তবে ঘাসের ডগা নাকের ভিতর-
গোপন করে নেড়ে-
সোনা হাচির জোরে ভান করে সেই-
কাশির কুর্দন মারে।

সোনার বাপের চোখ দুটি তাঁর-
কপাল মুখি উঠে-
শুধু সোনার মায়ায় করুনার ডর,
কাঁন্দে লুটে পুটে।

ঐ যেন সেই ভ্রান্তি গুলো-
মায়ের তরে খেলা-
সেই কাটলো করুন জনম জনম,
এইগুলো কার হেলা?

আজ ভাবতে হবে বুঝতে হবে-
আমরা যে একদিন,
বৃদ্ধ হলে মায়ের মতো-
মনের চাওয়া রুচির যত-
রুখবে সেতো ছেলের ছেলে-
ঐ ভ্রান্তি ধরা ঋন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast