www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেষ কলি ফুটে

শেষ কলি ফুটে
আব্দুল কাদির মিয়া
===========
লিখে দিলে মোরে যত গান
নেই সুর নেই কোনো প্রাণ।

সেখানেতে আমি একা-
পেয়েছি তোমারই দেখা,
এতো কাছে যেন ধুম-
দু'জনাতে মিশে সুর তান,
লিখে দিলে মোরে যত গান।

মোর কাজল তুলেছো চোখে-
এতো করে এঁকেবেঁকে-
যেন ভাদরে পদ্ম ফুটা-
এমনিতে ঠোঁটে ধেই ধেই-
তেন সুন্দরে ডুবে গেলো সেই।

নিজেকে হারিয়ে নিজে-
যেন বাউলের নিশি ধ্যানে,
পেয়েছো আমাকে খুঁজে,
নেই সেথা কোনো সুর তান,
লিখে দিলে মোরে যত গান।

মোর আঁচলের রং তুলে-
ধরেছো আকাশ নীলে,
যেন নৃত্যের তালে তালে-
খোপাতে বিঁধালে জবা ফুল।

চাঁদের জ্যোৎস্না ঢেলে-
মুখেতে মাখিয়া মোর,
যেন রুপের অকুলে তুমি-
দু'হাত জড়িয়ে কুমুদ-
সেই পেলে আমায় কুল।

এত সাধ জীবনের-
সবটুকু শুধু আমি,
প্রাণের কাননে তোমার উঠে।

আমি পেয়েছি যেন গো মোরে-
ভুবন পৃথিবী দোরে একই ডালে-
একফুল এক তারা,
একই প্রাণে আছি মোরা,
জীবনের শেষ কলি ফুটে।

বাণীঃ-
====
প্রেমের সুরভী তেন-
হৃদে করো চাষ,
যেথা নির্মল রবে সবই-
মম নির্যাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast