www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মৃত্যু ছোবল

মৃত্যু ছোবল
আব্দুল কাদির মিয়া
===========
কলম চলেনা আজই কবিতায়
হৃদয়ের ভাব মেধা শূন্য-
হাহাকার দেশ ও মাটি-
মানুষের মগজে,
সেথা শান্তির ভিত ভেঙে খুন্য।

রক্তের কনা বেয়ে সেকি ঝড়-
বহে আজই সীমাহীন পৃথিবীর চারদিকে-
জ্বলে যেন ধুকে ধুকে-
মুক্তি সে দিশেহারা প্রতিদিন।

কেন আজ এতকরে কান্না-
নিরব পৃথিবী বলে-
নেই মোর ছায়া তলে-
বিশ্বাসের একটুও ধারনা।

যারা বৃক্ষ সবুজ তলে-
ঘুমিয়েছে বুক মেলে-
ভাবে ওরা সবে আজই অসহায়।

সেথা আমিও লিখতে বসে-
দেখি মনের দুয়ারে এসে-
ডাকে শত শোক গাঁথা বেদনায়,

তবে সহায় সহেনা বলে,
ঐ মন ছুটে যায় চলে,
কলম চলেনা আজই কবিতায়।

আজই এক চোখ একহাত প্রহরী-
যেন মশাল জ্বালিয়ে হাতে-
দিন কি রাতের শেষে,
ওরা মুক্তির এক হত ভিখারি।

ওরা পারেনা ঘুমুতে পুরো-
হয় কি তুফান শুরু?
জীবন পতিত কালো অধ্যায়।

আমি তেমনি দেখে ও শুনে-
বিবেকের বিভীষণে-
আতঙ্কে সবই যেন ভেসে যায়-
মোর কলম চলেনা আজই কবিতায়।

সে যে পরানের ধন সারা জীবনের-
সবগুলো ভালোবাসা-
তারপরে শত আশা,
সেতো আমারই বুকের মানিক-
মা মনি।

আজই যমকালো দৈত্যের সীমাহীন-
ধ্বংসের থাবা নলে-
পৃথিবী বলয় ঘরে,
তারই মৃত্যুর ঢাক বাজায় প্রতিদিন।

কে আছে ফিরাবে তাঁরে?
দেখি পতিও রাখিতে নারে-
হাতে ধরা বধু বড় অসহায়,
মোর কলম চলেনা আজই কবিতায়।

কবির কবিতা খানি এক ফুল-
যৌবনে ফুটে সেতো-
টগবগে হৃদয়ের পাড়ে।

তাঁরে সাজাতে কলমে তুলে-
মন সবই যায় ভুলে-
দেখে ফুল কালনাগে-
ধ্বংসিলো তাঁরে।
হায়!
কলম চলেনা আজই কবিতায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast