www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আয়রে পরান

আয়রে পরান
আব্দুল কাদির মিয়া
===========
যায়রে যায়রে যায়
যায়রে বেলা যায়-
সেতো আসেনা,
আয়রে.........

আয়রে পরান-
আর আমার বাঁচেনা।

শাপলা হাতে-
আছি আমি দাঁড়িয়ে,
টগ বগে ঐ পদ্ম ফোটা,
আনবি ছিড়ে লাল সাদা টা,
তাইতো আমি-
দু হাত আছি বাড়িয়ে।

ঝড়ো হাওয়া-
টাপুর টুপুর,
বৃষ্টি ঝরে কালো দুপুর,
যায়রে যায়রে যায়-
যায়রে বেলা যায়-
সেতো আসেনা,

আয়রে..........
আয়রে পরান-
আর আমার বাঁচেনা।

আসবি না তুই আর ফিরে,
এখানে-
এক কাপড়ে কই গেলি তুই,
জানলে আমি-
যেতাম চলে সেখানে।

এই জীবনের একটি বেলা-
কাটলো না যে তোকে ছাড়া,
আজ চলে যায় কত বেলা,
তোর কি আমায় একটু মনে পরেনা?

যায়রে যায়রে যায়-
যায়রে বেলা যায়-
সেতো আসেনা।

আয়রে......
আয়রে পরান আর আমার বাঁচেনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast