www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাগ্য নহে কাল

ভাগ্য নহে কাল
আব্দুল কাদির মিয়া
===========
ওগো সোনালী সূর্য্য তুমি প্রতিদিন
এত করে ঝলমলে হেসো না।

ভালো যদি কিছু না ই বাসো-
অনল হৃদয়ে তোমার,
কষ্টের কোনো মুখ বেসো না-
তবুও ওদের শুকনো মুখে-
তুমি এত করে ঝলমলে হেসো না।

সেই তুমি ডুবেগেলে প্রতি সন্ধ্যায়-
আধার উঠিলে শুষি-
কেউ কি করেছে খুশি?
তেন বলে তুমি চির নিশি অন্ধা।

ওরা তো কাদিয়া মরে-
ঘুম নাহি চোখ জুড়ে-
ওদের কষ্টের নেই কোনো সীমানা।

ভাসে ওরা শোকা কূলে-
জীবনের সাধ ভুলে-
খেয়ে ওরা বেঁচে থাকে সবি ফেলনা,
তুমি এত করে ঝলমলে হেসো না।

দেখো কুঁড়ো কেশ উড়ে-
ওরা কূল ভাঙা গাঙ পাড়ে-
বাঁধে কেমন মিছে খেলা ঘর।

তুমিই প্রভাতে জেগে-
দেখো সে সবারই আগে-
সেথা নেই কিছু,
কচি কুঁড়ি ক্ষুধা বেদনায়।

কাঁদে ওরা সব বিনাশে-
তবুও তুমি সেই হেসে-
নিজেরই সব ভালোবাসো-
জ্বলন্ত অন্তরে কিছুই বুঝে না।

ওগো সোনালী সূর্য্য তুমি প্রতিদিন-
এত করে ঝলমলে হেসো না।

নেই কোনো ডানা ওদের উড়িতে-
আকাশের নীল তলে,
বৃক্ষের ছায়া মূলে-
যেথা খুশি চাহে মন জিরাতে।

ধূলো মলে গড়া যার এই কি-
সেই জীবনের খতিয়ান?

যেন বানের জলেতে ভেসে-
পিষানের ঝড় নাশে-
ওরা শুধু নিশ্চুপে দিবে প্রান?

ওদের ভাগ্য নহে সে খেলা-
সবই তো সে অবহেলা-
পৃথিবীর চোখ তুলে,
হৃদয়ের দোর খুলে-
ওরাও মানুষ চেয়ে দেখোনা।

ওগো সোনালী সূর্য্য তুমি প্রতিদিন-
এত করে ঝলমলে হেসো না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast