www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নির্জনে কেন এত কান্না

নির্জনে কেন এত কান্না
আব্দুল কাদির মিয়া
=============
নির্জনে কেন এত কান্না
পৃথিবীর কেউ তো জানেনা,
এত ব্যাথা হাহাকার পরানের,
নীরবেতে সেতো আর সহেনা,
নির্জনে কেন এত কান্না?

বুকের লুকোনো ব্যাথা হৃদয়ের পরে-
সেতো নিশ্বাসে ছুটে যেন বর্শা,
ধ্বংসের বর্ষনে হতাশার বিষ মুখে-
মারে তো সে তিল তিলে-
মেঘ রাশি আশা গুলো নিরাশায়।

নিয়তির প্রান্তে সে এত জল-
চোখ ভেসে পরে চোখ মানে না,
তবুও আগুন যেন এক ফুল গোলাপের-
ভেবে তো সে পুড়ে শিশু-
তবুও যে তাঁর ভালোবাসা ভুলে না।

শোক পাখি বলে তাঁরে-
শোকাতাপে ছায়া ধরে-
ওহে ভাঙা কূলে,
মরনের পাড়ি আর ধরো না,
নির্জনে কেন এত কান্না?

ঝড়ো হাওয়া সেই দিন বিকেলে-
কালো মেঘ ঢেকে হলো সন্ধ্যা,
হটাৎ আলোর বিধিম-
ভেসে এলো জানালাতে,
হাতে ধরা এক নিশি গন্ধা।

সেই তো ছিলো কি আমার-
অরুণিত অরুণিমা-
যেন জীবনের ভুল কালো রাত্রি?

কি সুখ খুঁজিয়া পেলে-
মিথ্যে সে প্রেম খেলে,
যে দিকে তাকাই আলো,
নেই যেন সবই কালো,
আমি আজ দিশেহারা-
মরনের এক পথযাত্রী।

সে কি আশা ভালোবাসা
চুপিচুপি চেয়ে হাসা,
ছলনার ছিলো এত অণিমা।

তাই তুমি যতই দূরে-
থাকোনা আমাকে ছেড়ে,
সেই অন্ধ অবুঝ মনে-
বাঁধার কিছু না মানে,
তবু চাহে ফিরে ফিরে-
শত যাতনায়।

মানের কপালে খোঁটা,
সবই তো ভুলায় ছোটা-
সেতো আধার বাদরে হেঁটে-
কিছু খুঁটে কিছু ঘেটে,
তোমার ঠিক তো সে পেয়ে যায় ঠিকানা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast